• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৯ আগস্ট ২০২২ | ২৫ শ্রাবণ ১৪২৯

বিশ্ব মিউজিক চার্টের শীর্ষে বিটিএসের জে-হোপের নতুন গান (ভিডিও)

প্রকাশিত: ১৩:১৯, ৩ জুলাই ২০২২

ফন্ট সাইজ

নিজের একক অ্যালবাম 'জ্যাক ইন দ্য বক্স' প্রকাশ করতে যাচ্ছেন বিটিএস সদস্য জে-হোপ। তবে তার আগে এ অ্যালবাম থেকে 'মোর' গানটি মুক্তি দেন। আর গানটি মুক্তির পর থেকে সারা বিশ্বের শ্রোতাদের মধ্যে ব্যাপাক সাড়া ফেলে দিয়েছে। বিশ্ব মিউজিক চার্টের শীর্ষে জায়গা করে নিয়েছে এই গানটি। 

১ জুলাই জে-হোপের 'মোর' গানটি ইউটিউবে মুক্তির পর থেকে ২২ দিনে ভিউ হয়েছে ২ মিলিয়নের বেশি। 

জানা যায়, জে-হোপের 'মোর' বিশ্বব্যাপী ৮৪টি দেশে প্রথম স্থান দখল করেছে। যার মধ্যে আছে- যুক্তরাষ্ট্র, কানাডা, স্পেন, ফ্রান্স এবং ডেনমার্কের মতো কয়েকটি বড় সংগীত বাজার।  মাত্র ১০ ঘণ্টার মধ্যে ১০ মিলিয়ন বার দেখা হয়েছে জে-হোপের 'মোর'।

ফ্যান কমিউনিটি প্ল্যাটফর্ম ওয়েভার্সে একটি দীর্ঘ পোস্টে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন জে-হোপ।আগামী ১৫ জুলাই মুক্তি পাবে জে-হোপের 'জ্যাক ইন দ্য বক্স।

বিভি/জোহা

মন্তব্য করুন: