• NEWS PORTAL

  • সোমবার, ০৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নতুন স্বামীর বয়স কম, মুখ খুললেন পূর্ণিমা

প্রকাশিত: ১৭:৩৬, ১ আগস্ট ২০২২

আপডেট: ১৮:০৫, ১ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
নতুন স্বামীর বয়স কম, মুখ খুললেন পূর্ণিমা

গত ২১ জুলাই হইচই পড়ে যায় ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমাকে নিয়ে। বহুদিন ধরে কনাঘুষা চলতে থাকা পূর্ণিমার বৈবাহিক জীবন নিয়ে সেদিন আসে নতুন খবর। আগের সংসারকে বিদায় জানিয়ে পূর্ণিমা বিয়ে করেছেন আশফাকুর রহমান রবিনকে নিয়ে। পূর্ণিমার নতুন এই স্বামীকে নিয়ে ভক্তদের আগ্রহের কোনো শেষ নেই। বিশেষ করে তার বয়স কত? সে কী পূর্ণিমার চেয়ে বড়, নাকি ছোট? অবশেষে ভক্তদের বাসনা পূর্ণ করেছেন ঢালিউডের চির সবুজ এই অভিনেত্রী।

আশফাকুর রহমান রবিন পেশায় দেশের বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। পাশাপাশি সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। এখন পূর্ণিমার চেয়ে তাকে নিয়েই বেশি হইচই। কেননা তিনি এখন দেশের সবচেয়ে সুন্দরী নায়িকার স্বামী। 

গত ২৭ মে দুই পরিবারের সম্মতিতে পূর্ণিমা ও রবিনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বর্তমানে তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় একসঙ্গে বসবাস করছেন। তবে বিয়ের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগামাধ্যমে বেশ সমালোচনা শুরু হয়। কেননা পূর্ণিমার স্বামী বয়সে ছোট। তবে অনেকদিন এটা নিয়ে চুপ ছিলেন পূর্ণিমা। কিন্তু এবার দিলেন কড়া জবাব।

পূর্ণিমা জানান, ওর বয়স নিয়ে এমন কিছু একটা হবে সেটা বিয়ের আগে থেকেই এমনটা ধারণা করেছিলাম। আর এজন্য প্রস্তুতিও নিয়েছিলাম। জানতাম, বিয়ের পর রবিনের বয়স নিয়ে কথা উঠবে। যারা এসব লিখছেন কিংবা লিখতে না পারলে তারা ভালো থাকবেন না। তারা আমাকে দুই–তিনটা গালি দিতে না পারলে, উল্টো পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া করেন। তাদের উদ্দেশে বলছি এসব কথা। আমাকে নিয়ে এভাবে গালাগালি করে যদি শান্তি লাগে, আমি অনেক খুশি।’ তবে স্বামীর আসল বয়স কত সেটা জানাননি পূর্ণিমা। 

এর আগেও পূর্ণিমার দুইবার বিয়ে হয়। ২০০৫ সালের ৬ সেপ্টেম্বর বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক কিবরিয়ার সঙ্গে প্রথমবার বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। গোপন রাখা সেই বিয়েটা বেশিদিন টেকেনি। ২০০৭ সালের ১৫ মে বিচ্ছেদ ঘটে তাদের। ওই সময় ক্যারিয়ারে উড়ন্ত ফর্মে থাকা পূর্ণিমা গণমাধ্যমকে বলেছিলেন, বিয়ে করেছিলাম, তালাকও হয়ে গেছে। এটা আমার জীবনের চরম ভুলের মাশুল দিলাম।
 
ডিভোর্সের ওই বছরের ৪ নভেম্বর চট্টগ্রামের ছেলে আহমেদ ফাহাদ জামালের সঙ্গে দ্বিতীয়বারের মতো সংসার বাঁধেন পূর্ণিমা। পারিবারিকভাবে হওয়া ওই বিয়েটাও টেকেনি। তবে এই ডিভোর্সের খবর বহুদিন গোপন রেখেছেন এই চিত্রনায়িকা। আহমেদ ফাহাদের ওই সংসারে ২০১৪ সালে এক কন্যা সন্তান জন্ম নেয়। তৃতীয় বিয়ে হওয়ার আগ পর্যন্ত ফাহাদের সঙ্গে ডিভোর্সটা গুজব হিসেবেই চলছিল।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2