• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

ত্বকের বিরল রোগ নিয়ে মুখ খুললেন সামান্থার ম্যানেজার

প্রকাশিত: ১৪:৪২, ২২ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
ত্বকের বিরল রোগ নিয়ে মুখ খুললেন সামান্থার ম্যানেজার

বেশ কিছুদিন ধরে জনসমক্ষে আসছেন না দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও দূরে সরে আছেন এ অভিনেত্রী। এবার এ প্রশ্নে মুখ খুললেন নায়িকার ম্যানেজার মহেন্দ্র বাবু।

এদিকে নায়িকার হঠাৎ অন্তরালে যাওয়ার কারণ নিয়ে নেটিজেনরা বলছে, সামান্থা বহুদিন ত্বকের একধরনের বিরল রোগে ভুগছেন। সেই রোগের চিকিৎসা করাতেই আমেরিকায় ঝটিকা সফরে গিয়েছেন তিনি।

সর্বশেষ বলিউড হাঙ্গামার প্রতিবেদন থেকে জানা যায়, কয়েক মাস ধরে শরীর খারাপ সামান্থার। তাই বাড়ির বাইরে তাকে না যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হওয়ায় জনসাধারণের সঙ্গে মেলামেশা থেকে দূরে আছেন এই দক্ষিণী অভিনেত্রী।

এদিকে সামান্থা নিজের অ্যাকাউন্ট থেকে শেষ পোস্ট করেছিলেন 'যশোদা' ছবির প্রথম ঝলক। তারপর থেকে আর তার উপস্থিতি কোথাও পাওয়া যায়নি।

সর্বশেষ মুক্তির অপেক্ষায় রয়েছে তার রোমান্টিক-কমেডি ঘরানার তেলুগু ছবি 'কুশি'। তবে নায়িকার বিদেশ সফরে এ ছবির শুটিং এখনও বন্ধ রয়েছে। 

এ বিষয়ে নায়িকার ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করা হলে ম্যানেজার মহেন্দ্র বলেন, 'সামান্থা কোনো রকম ত্বকের রোগে আক্রান্ত নন। বিদেশে কোনো চিকিৎসা করাতে যাননি সামান্থা। এসবই গুজব।' তবে কেন নায়িকা আড়ালে নিজেকে গুটিয়ে রেখে ঝটিকা সফরে আমেরিকায় পাড়ি জমালেন তার স্পষ্ট উত্তর দেননি তিনি।

সূত্র: আনন্দবাজার 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2