• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

সেদিনের ২ মিনিট আমার জীবন এলোমেলো করেছে: আদালতে পরীমণি

প্রকাশিত: ১৬:৫৬, ২৯ নভেম্বর ২০২২

আপডেট: ২০:৩৩, ২৯ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
সেদিনের ২ মিনিট আমার জীবন এলোমেলো করেছে: আদালতে পরীমণি

যৌন হয়রানি মামলায় সাক্ষ্য দিয়েছেন পরীমণি। মঙ্গলবার (২৯ নভেম্বর) ঢাকার ৯ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসির উদ্দিন মাহমুদসহ তিন জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন তিনি। 

এদিন বেলা পৌনে ১১টার দিকে পরীমনির জবানবন্দি গ্রহণ করেন বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিন। আংশিক জবানবন্দি শেষে বিচারক আগামী ১১ জানুয়ারি পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি তুহিন সিদ্দিকী অমি এবং শহিদুল আলম। অপর আসামি নাসির উদ্দিন মাহমুদ অসুস্থ মর্মে উপস্থিত না হতে পারায় সময় আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করেন।

নিজের আংশিক জবানবন্দিতে চিত্রনায়কা পরীমনি বলেন, ‘সেদিন আসামিদের কথা অনুযায়ী তাদের সঙ্গে বসে মদ খেলে আজ হয়তো আদালতে আসতে হতো না। সেদিনের ২ মিনিট আমার জীবন এলোমেলো করে দিয়েছে।’

গত বছর সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন চিত্রনায়িকা পরীমনি। এ মামলায় নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি এবং শহিদুল আলমের বিরুদ্ধে পুলিশের দেওয়া চার্জশিট আমলে নেন আদালত।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2