• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩

৬ দিনে ৬০০ কোটি আয়, ৪ বছরের সব দুঃখ ভুলে গেছেন শাহরুখ

প্রকাশিত: ১৬:৫৫, ৩১ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
৬ দিনে ৬০০ কোটি আয়, ৪ বছরের সব দুঃখ ভুলে গেছেন শাহরুখ

দীর্ঘ ৪ বছরের বিরতি কাটিয়ে বড় পর্দায় ফিরছেন শাহরুখ। বিশ্বজুড়ে চলছে ‘পাঠান’ ঝড়। মুক্তির ষষ্ঠ দিনে ছবিটি আয় করেছে ৬০০ কোটি! 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) ভারতীয় চলচ্চিত্র সমালোচক রমেশ বালা টুইটে জানিয়েছেন, ‘পাঠান’ প্রথম ছয় দিনে বিশ্বব্যাপী ব্যবসার নিরিখে ৬০০ কোটি কামিয়ে ফেলেছে। সোমবার শুধুমাত্র ভারত থেকে ‘পাঠান’-এর আয় হয়েছে ২৫ কোটি রুপি।

এদিকে ছবি মুক্তির পর মিডিয়ার সামনে কথা বলেন শাহরুখ, দীপিকা, জন আব্রাহাম এবং পরিচালক সিদ্ধার্থ আনন্দ। সোমবার (৩০ জানুয়ারি) যশরাজের স্টুডিওতে সাংবাদিক বৈঠকের আয়োজন করেন 'পাঠান' টিম। সেখানেই প্রথমবার ছবি নিয়ে মন খুলে কথা বললেন শাহরুখ। 

শাহরুখের কথায়, ‘এই ছবি যে শান্তিপূর্ণভাবে মুক্তি পেয়েছে তার নেপথ্যে অবশ্যই রয়েছে সংবাদমাধ্যম। ছবির সাফল্যের অংশীদার তারাও। আমি বরাবরই চেয়েছিলাম, ঘৃণার সঙ্গে নয়, এই ছবি মুক্তি পাক ভালোবাসাকে সঙ্গে নিয়ে। ঈশ্বরকে ধন্যবাদ শেষমেশ সেটাই ঘটেছে।’

এসময় শাহরুখ আরও বলেন, ‘করোনার সময় তো রান্না শিখছিলাম। ভেবেছিলাম হয়তো পেশা বদলাতে হবে। তবে গত চার বছরের সব দুঃখ, গত চার দিনে ভুলে গেছি।’

বিভি/জোহা

মন্তব্য করুন: