• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

ওয়েব সিরিজ তৈরির ঘোষণায় ক্ষুব্ধ সালমান শাহ ভক্তরা, মামার জিডি

প্রকাশিত: ১৮:৪৭, ৬ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ১৯:২৭, ৬ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
ওয়েব সিরিজ তৈরির ঘোষণায় ক্ষুব্ধ সালমান শাহ ভক্তরা, মামার জিডি

জনপ্রিয় চিত্রনায়ক প্রয়াত সালমান শাহকে নিয়ে ওয়েব সিরিজ তৈরির ঘোষণায় ক্ষুব্ধ হয়ে ওঠেছেন তার স্বজন ও ভক্তরা। মামলা চলমান থাকা অবস্থায় এ ধরনের ওয়েব সিরিজ তদন্ত ও বিচারকাজে প্রভাব পড়তে পারে- এমন আশঙ্কা তাদের। ওয়েব সিরিজ তৈরির ঘোষণার একটি মহল ব্যবসায়ী ফায়দা হাসিলের চেষ্টা করছে- এমন অভিযোগও ওঠেছে। 

সোমবার (৬ ফেব্রুয়ারি) সিলেটে ওয়েব সিরিজের পরিচালকের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করা হয়েছে। সালমান শাহের মামা আলমগীর কুমকুম বিকালে সিলেট কোতোয়ালি থানায় এ সাধারণ ডায়েরি করেন। এর আগে ঢাকাস্থ হৈচৈ প্রডাকশনের কাছে ওয়েব সিরিজ তৈরি না করতে লিগ্যাল নোটিশও প্রেরণ করেন তিনি।

সাধারণ ডায়েরিতে আলমগীর কুমকুম উল্লেখ করেন, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার বাসভবনে সালমান শাহকে মৃত পাওয়া যায়। রহস্যজনক এ মৃত্যুর ঘটনায় মামলা চলমান। এ অবস্থায় ঢাকাস্থ হৈচৈ প্রোডাক্টশনের ব্যানারে বুকের ভিতরে আগুন নাম ব্যবহার করে পরিচালক অংশু ব্যবসায়িক মুনাফার উদ্দেশ্যে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ্ এর মৃত্যু রহস্য নিয়ে ওয়েব সিরিজ তৈরি করছেন মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালাচ্ছেন। 

জিডিতে তিনি আরো উল্লেখ করেন, জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ্ এর রহস্যজনক মৃত্যু সংক্রান্ত মামলা চলমান আছে। মৃত্যু রহস্য নিয়ে এ ধরনের ওয়েব সিরিজ তৈরির খবরে এডভোকেট মোহাম্মদ মইনুল ইসলামের মাধ্যমে লিগ্যাল নোটিশও প্রদান করেছেন। 

জিডিতে তিনি আশঙ্কা প্রকাশ করেন, এ ধরণের কার্যকলাপ করে চলমান মামলা তদন্ত/বিচার কাজে বিঘ্ন ঘটাতে পারে।

এ ব্যাপারে আলমগীর কুমকুম বলেন, মামলা চলমান রয়েছে। এ অবস্থায় কোনো ওয়েব সিরিজ হলে তদন্ত, বিচারে প্রভাব পড়বে। এ ধরনের ওয়েব সিরিজ তৈরির ঘোষণায় সালমান ভক্তরাও ক্ষুব্ধ। 

সালমান শাহ পরিষদের আজমল আলী বলেন, মামলা প্রভাবিত হয়, এমন কাজ করা যাবে না। মামলা শেষ হলে সুপারস্টার সালমান শাহকে নিয়ে ওয়েব সিরিজ হতে পারে। এর আগে এমনটা করার অধিকার কারো নেই। 

এমসি কলেজের ছাত্রী লীলা বলেন, আমরা ছোটকালেই সালমান শাহ ওপারে চলে গেছেন। তারপরও এ প্রজন্মের সালমান প্রীতি রয়েছে। ভক্তদের আবেগ যেখানে জড়িত সেখানে কোনো কিছু করতে অনেক চিন্তাভাবনার প্রয়োজন। 

সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।
 

বিভি/রিসি

মন্তব্য করুন: