• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

তিন বছর পর আবারও করোনা আক্রান্ত হলেন এই নায়িকা

প্রকাশিত: ২২:২৯, ২৪ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
তিন বছর পর আবারও করোনা আক্রান্ত হলেন এই নায়িকা

পূজা ভাট

২০২০ সালে মহামারীর সময় করোনা আক্রান্ত হয়েছিলেন বলিউডের জনপ্রিয় নায়িকা পূজা ভাট। তিন বছর পর আবারও কোভিড রিপোর্টে পজিটিভ এসেছে তার। শুক্রবার (২৪ মার্চ) এক টুইটে নিজের করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেন তিনি।

টুইটে পূজা লেখেন, ঠিক ৩ বছর পর, প্রথমবার আমি করোনাভাইরাসে আক্রান্ত হলাম। সবাই মাস্ক পরুন। কোভিড-১৯ এখনো আমাদের চারপাশে রয়েছে, ভ্যাকসিন নিয়ে থাকলেও আক্রান্ত হতে পারেন। আশা করছি, সুস্থ হয়ে খুব শিগগির ফিরব।

দিন কয়েক আগে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানান বলিউড অভিনেত্রী কিরণ খের। এবার এ ভাইরাসে আক্রান্ত হলেন অভিনেত্রী-নির্মাতা-প্রযোজক পূজা ভাট।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জেনে ভক্তদের অনেকে মন্তব্য করে সুস্থতা কামনা করেছেন। কারো কারো মন্তব্যের জবাবও দিয়েছেন পূজা।

বাবা মহেশ ভাট পরিচালিত ‘ড্যাডি’ সিনেমার মাধ্যমে অভিনেত্রী হিসেবে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। পরবর্তীতে প্রযোজক-নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। আলিয়া ভাট তার ছোট বোন।

বিভি/এজেড

মন্তব্য করুন: