• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

যে প্রশ্নের উত্তর জানতে চায় সানাই

প্রকাশিত: ১৯:৩৫, ২৪ মে ২০২৩

ফন্ট সাইজ
যে প্রশ্নের উত্তর জানতে চায় সানাই

আলোচিত মডেল-অভিনেত্রী সানাই মাহবুব শোবিজের রঙিন দুনিয়াকে গুডবাই জানিয়েছে অনেক আগেই। এরপর ধর্মে মনোযোগী হন সময়ের আলোচিত এই মডেল। আবু সালেহ মুসা নামে এক ব্যাংক কর্মকর্তাকে ২০২২ সালের ২৭ মে বিয়ে করেন। কিন্তু বিয়ের এক বছর পূর্ণ না হতেই ভেঙে যাচ্ছে সংসার। কয়েক দিন আগে এসব তথ্য জানিয়েছেন সানাই।

বিয়ের পর স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করছিলেন। কিন্তু বিয়ে বিচ্ছেদের পথে হাঁটার কারণে অর্থনৈতিক সংকটে পড়ার ভয় পাচ্ছেন সানাই। বুধবার (২৪ মে) সানাই তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এই আশঙ্কার কথা জানিয়েছেন এই অভিনেত্রী।

লেখার শুরুতে সানাই মাহবুব বলেন, ‘আপনারা সবাই জানেন যে, ২০২১ সালে আমি মিডিয়া ছেড়ে ইসলামিক লাইফ লিড করছি। এ সম্পর্কে আপনারা সবাই অবগত। আমার পক্ষে কখনোই আগের মতো আইটেম সং, ফটোশুট কিংবা সিনেমায় কাজ করা সম্ভব না। কিন্ত আমি এখন কি করব? আপনারা বলেন আমার কি করা উচিত?’

সংসার করার জন্য সব ছেড়েছিলেন সানাই। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘সংসার করার জন্য সব ছেড়ে চলে আসলাম। কিন্ত সেই সংসারটা তো এরকম হওয়ার কথা ছিল না। আমার চলতে অবশ্যই অন্য সবার মতো অর্থ প্রয়োজন, আমি আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে কয়দিন চলব? বাবার কাছ থেকে টাকা নেওয়াটা কি উচিত হবে? আর কতদিনই বা বাবার কাছ থেকে টাকা নেওয়া যাবে? এখন আমার কি করা উচিত আপনারাই বলেন!’

পর্দা মেনে সঞ্চালনা করার আগ্রহ প্রকাশ করেছেন সানাই মাহবুব। এ বিষয়ে এই অভিনেত্রী বলেন, ‘এখন আমি ডিসিশন নিয়েছি যে, যদি পর্দা মেইনটেইন করে উপস্থাপনা কিংবা অন্যান্য ইসলামিক অনুষ্ঠান উপস্থাপনা করা যায় তাহলে আমি অবশ্যই কাজ করব। আমি আবারো বলছি, পর্দা মেন যতটুকু কাজ করা যায় অতটুকুই করব, আপনারা যারা ডিরেক্টর কিংবা প্রোডিউসার আছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন এই পেইজের ইনবক্সে।’

‘আমি আবারো বলছি, পর্দা মেইনটেইন করে যদি প্রোগ্রাম উপস্থাপনা কিংবা রান্নার অনুষ্ঠান উপস্থাপনা করা যায় আমি সেটা করব। আমার বেতন/সম্মানি আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।’ বলেন সানাই।

মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন সানাই মাহবুব। বেশ কয়েকটি গানের মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। ‘ময়নার ইতিকথা’, দেওয়ান নাজমুলের ‘শালবনের মহুয়া’ চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন। কিন্তু তার কোনো সিনেমা এখনো মুক্তি পায়নি।

বিভি/এইচএস

মন্তব্য করুন: