• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শাকিরার প্রতি গভীর টান অনুভব করছেন টম ক্রুজ 

প্রকাশিত: ২২:৩২, ২৫ মে ২০২৩

আপডেট: ২২:৩২, ২৫ মে ২০২৩

ফন্ট সাইজ
শাকিরার প্রতি গভীর টান অনুভব করছেন টম ক্রুজ 

ছবি: ফাইল ফটো

গুঞ্জন উঠেছে পপ সম্রাজ্ঞী শাকিয়ার প্রেমে মজেছেন হলিউড সেনসেশন টম ক্রুজ। কাছের ক’জনকে শাকিরার প্রতি টান অনুভব করার কথাও জানিয়েছেন এই অভিনেতা। কয়েক সপ্তাহ আগে মায়ামির গ্রান্ড পিক্সে ক’জন তারকার সঙ্গে আড্ডা দেন পপ সিঙ্গার শাকিরা, সেখানে টম ক্রুজও ছিলেন। শাকিরার দুই সন্তানের সঙ্গে ক্রুজকে দীর্ঘক্ষণ সময় কাটাতে দেখা যায়।

তবে শাকিরার কাছের একজন সংবাদমাধ্যম ডেইলি মিররকে জানিয়েছেন, শাকিয়ার সঙ্গে সম্পর্কে জড়াতে খুবই আগ্রহী ক্রুজ। কারণ তার প্রতি বাড়তি টান অনুভব করছেন এই অভিনেতা। হৃদয় জিততে ছুটছেন তিনি। কিন্তু তাকে বন্ধুর বাইরে কিছুই ভাবতে রাজি নন কলম্বিয়ান সিঙ্গার।

শাকিরা বলেন, টম ক্রুজ অসাধারণ অভিনেতা, মানুষ হিসেবে ভালো। তবে তিনিও পরিষ্কার করতে চান যে, বন্ধুর বাইরে ক্রুজকে কিছু ভাবছেন না তিনি। সম্পর্কের প্রশ্নে তিনি ক্রুজের মতো একজনকে বিড়ম্বনায় ফেলতে চান না। সূত্র: ডেইলি মিরর

বিভি/এমআর

মন্তব্য করুন: