পর্দা নামলো কানের, বিজয়ী হলেন যারা

শেষ হয়েছে সিনেমার অলিম্পিক। পর্দা নেমেছে ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের। বাংলাদেশ সময় শনিবার (২৭ মে) দিবাগত রাত ১২টার পর বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে শেষ হয় ১২ দিনের জমকালো আসরের।
এবারের আসরে প্রতিযোগিতা বিভাগে লড়েছে ২০টি সিনেমা ও একটি তথ্যচিত্র। সেখান থেকেই ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। আসুন, এক নজরে দেখে নেয়া যাক বিজয়ী নির্মাতা ও সিনেমার নাম:
১। স্বর্ণপাম জয়ী: জাস্টিন ত্রিয়েত (সিনেমা: অ্যানাটমি অব অ্যা ফল)।
২। গ্র্যান্ড প্রিক্স: জোনাথন গ্লেজার (সিনেমা: দ্য জোন অব ইন্টারেস্ট)।
৩। জুরি প্রাইজ: আকি কাউরিসমাকি (সিনেমা: ফলেন লিভস)।
৪। সেরা নির্মাতা: আং হুং ট্রান (সিনেমা: পট আউ ফেউ)।
৫। সেরা অভিনেতা: কোজি ইয়াকসু (সিনেমা: পারফেক্ট ডেজস)।
৬। সেরা অভিনেত্রী: মেরভি ডিজদার (সিনেমা: অ্যাবাউট ড্রাই গ্রাসেস)।
৭। সেরা চিত্রনাট্য: সাকামোটো ইয়ুজি (সিনেমা: মনস্টার)।
এ ছাড়া আরও যারা উল্লেখযোগ্য পুরস্কার জিতেছেন–
ক্যামেরা দ’র: থিয়েন আন ফাম (ইনসাইড দ্য ইয়েলো কোকুন শেল, ভিয়েতনাম)
সম্মানসূচক স্বর্ণপাম: মাইকেল ডগলাস, হ্যারিসন ফোর্ড
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র:
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: টোয়েন্টি সেভেন (ফ্লোরা আন্না বুদা, ফ্রান্স ও হাঙ্গেরি)
স্পেশাল মেনশন (স্বল্পদৈর্ঘ্য ছবি): ফার (কুন্নুর মার্তিন্সদত্তির স্লুতার, আইসল্যান্ড)
কানের এবারের আসরের পর্দা উঠেছিল মঙ্গলবার (১৬ মে)। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় আনুষ্ঠানিকভাবে এবারের আসরের পর্দা ওঠে। তাতে অংশগ্রহণ করেন ৩৫ হাজারের বেশি চলচ্চিত্র তারকা ও সেলিব্রেটি।
বিভি/টিটি
মন্তব্য করুন: