নাট্যকার ও নির্মাতা মোহন খান মারা গেছেন
ফাইল ছবি
জনপ্রিয় নাট্যকার ও নাট্য পরিচালক মোহন খান মারা গেছেন।
মঙ্গলবার (৩০ মে) দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নাট্য পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহন খানের মস্তিষ্কে টিউমার হয়েছিল। কিছু দিন থেকে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। এ পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক নাটক পরিচালনা করেছেন মোহন খান। রচনা করেছেন অন্তত দুই শতাধিক নাটক।
তার লেখা সাড়া জাগানো নাটক তিতির ও শঙ্খচিল প্রযোজনা করেছিলেন প্রয়াত আবদুল্লাহ আল মামুন।
বিভি/টিটি
মন্তব্য করুন: