• NEWS PORTAL

  • সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

বেকদেরের ইয়ুথ ক্যাম্পে বাংলাদেশীদের মিলনমেলা

প্রকাশিত: ১৭:১১, ১৮ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
বেকদেরের ইয়ুথ ক্যাম্পে বাংলাদেশীদের মিলনমেলা

বাংলাদেশ শিক্ষা ও সংস্কৃতি এসোসিয়েশন (বেকদের) এর উদ্যোগে তুরস্কের ইস্তান্বুলে তিনদিন ব্যাপী ইয়ুথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হওয়া এই ক্যাম্পে তুরস্কের বিশটি শহর থেকে ৯৫ জন বাংলাদেশী শিক্ষক, শিক্ষার্থী, গবেষক এবং শুভাকাঙ্খী অংশগ্রহণ করেন। বিষয়ভিত্তিক আলোচনা, মতবিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাধুলাসহ নানা ইভেন্টে পরিপূর্ণ ছিল ক্যাম্পের কার্যসূচী। 

বেকদের-এর চেয়ারম্যান ও তোকাত গাজী ওসমান পাশা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারী জেনারেল ও কারাবুক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. আ.স.ম মাহমুদুল হাসানের ব্যবস্থাপনায়, বিষয়ভিত্তিক আলোচনা ও বক্তব্য  রাখেন তুরস্কের সাবেক এমপি ও নিউ ওয়ার্ল্ড ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মাহমুদ গোকসু, মারমারা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল হামিদ বিরিশিক, তুর্কি ইয়ুথ ফাউন্ডেশনের বিদেশ বিষয়ক সভাপতি মোহাম্মদ মালিক থাইলান, আনাতলিয়ান ইয়ুথ এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জনাব মেতিন দিনচের, বিদেশ বিষয়ক সম্পাদক এমরুল্লাহ দেমির ও ইস্তান্বুল প্রদেশ সভাপতি মেহমেদ এরুওলু, গাজীয়ান্তেপ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমান এবং ইলদিজ টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. অ ফ ম শাহেন শাহ। পাশাপাশি বিভিন্ন দেশের নানা সংগঠনের প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন। 

আলোচকবৃন্দ, আগামীর নতুন বিশ্ব গড়তে বাংলাদেশী যুবকদের এগিয়ে আসার আহবান জানান। এজন্য নৈতিক ও একাডেমিক মানউন্নয়নের দিকে গুরুত্ব প্রদান করেন। পাশাপাশি, তুরস্ক-বাংলাদেশের সম্পর্কের নানা দিক তুলে ধরেন। আগামী দিনগুলোতে ভ্রাতৃত্বপূর্ণ এই দুটো জাতির সম্পর্ক আরো গভীর হবে সেই আশাবাদ ব্যক্ত করেন। তুর্কি মেহমানদেরকে বেকদেরের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। 

 

 

পাশাপাশি সমাপনী অধিবেশনে বিভিন্ন ইভেন্টে ১ম, ২য় ও ৩য় হওয়া প্রতিযোগীদের মাঝে পুরস্কার প্রদান করেন বেকদেরের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ।

উল্লেখ্য, বেকদের প্রতিবছরই এ ধরনের ক্যাম্পের আয়োজন করে থাকে। এ বছর ক্যাম্পের স্পন্সর ছিল তুরস্কের যুব ও ক্রীড়া মন্ত্রনালয়। ক্যাম্পের পাশাপাশি বেকদের তুরস্কে থাকা বাংলাদেশীদের শিক্ষা ও সাংস্কৃতিক বিকাশে নানা উদ্যোগ পরিচালনা করছে।

মন্তব্য করুন: