• NEWS PORTAL

  • সোমবার, ২০ জানুয়ারি ২০২৫

ভেনিসে শফিকুর রহমান কিরণকে গণসংবর্ধনা প্রধান

মোহাম্মদ উল্লাহ সোহেল, ইতালি

প্রকাশিত: ১৩:০১, ৩০ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
ভেনিসে শফিকুর রহমান কিরণকে গণসংবর্ধনা প্রধান

ইতালিস্থ শরীয়তপুর জেলা বিএনপি ভেনিস শাখার আয়োজনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান কিরণকে গণসংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (২৯ নভেম্বর) ভেনিস বিএনপি'র সভাপতি আব্দুল আজিজ সেলিম এর সভাপতিত্বে এবং ইব্রাহিম সরদার ও আকবর খান এর যৌথ পরিচালনায় সিনেমা ওয়ারা মারঘেরা হল রুমে এ সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দলীয় সংগীত পরিবেশন হয়। প্রধান অতিথি ছিলেন শফিকুর রহমান কিরণ। প্রধান বক্তার বক্তব্য রাখেন ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইতালি বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি জনাব হালিম খানসহ ইতালি বিএনপি নেতৃবৃন্দগন। এবং ইতালির প্রভিন্স বিএনপির নেতাকর্মীরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। 

শুভেচ্ছা বক্তব্য রাখেন ভেনিস বিএনপির সিনিয়র সহ-সভাপতি জনাব জব্বার মাঝি। এ সময় উপস্থিত ছিলেন ভেনিস বিএনপি, যুবদল, ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিশেষ বক্তা ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন বলেন, আপনারা আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে, শফিকুর রহমান কিরণকে ভোট দিয়ে সংসদ সদস্য বানালে আগামীতে তার মন্ত্রিত্ব পাওয়ার সম্ভাবনা আছে। আর তিনি যদি মন্ত্রী হন অবহেলিত শরীয়তপুর ব্যাপক উন্নয়ন হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন: