• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আয়েবার বর্ষপূর্তি অনুষ্ঠান

অন্তর্বর্তী সরকারের কাছে প্রবাসীদের ৭ দফা দাবি

ইয়াছির আরাফাত খোকন; প্যারিস, ফ্রান্স :

প্রকাশিত: ০৭:৩৯, ১১ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
অন্তর্বর্তী সরকারের কাছে প্রবাসীদের ৭ দফা দাবি

ছবি: আয়েবা’র আলোচনা সভা

ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের শীর্ষ কমিউনিটি সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)-এর এক যুগ পূর্তি উপলক্ষে প্যারিসের আয়েবা সদর দপ্তরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (১১ ডিসেম্বর) অনুষ্ঠান পরবর্তী এক আলোচনা সভায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে সাত দফা দাবি জানায় সংগঠনটি।  

অনুষ্ঠানে প্রবাসীদের ন্যায্য অধিকার ও প্রাপ্য সুযোগ সুবিধা নিশ্চিতের আহ্বান জানান বক্তারা। ইউরোপীয় ইউনিয়নভুক্ত সব দেশের ভিসা ঢাকা থেকেই প্রাপ্তি সহজীকরণ করার দাবি জানান তারা। ৭ দফা দাবির মধ্যে ছিলো- জাতীয় পরিচয়পত্রসহ ভোটার আইডি কার্ড কার্যক্রম চালু করা, জাতীয় সংসদে প্রবাসীদের আসন বরাদ্দ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ স্বার্থসংশ্লিষ্ট প্রতিটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা , বিদেশে অবস্থানরত মিশন ও কনসুলেট সেবা মান বৃদ্ধি করা, দ্বৈত নাগরিকত্ব থাকলেও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ, বিদেশে অনিয়মিত বাংলাদেশিদের বৈধতার জন্য ঢাকা থেকে সরকারি উদ্যোগ অভিবাসন ব্যয় কমানোসহ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিটের সিন্ডিকেট ভেঙে দিয়ে টিকিটের মূল্য সঠিক রাখা। 

সংগঠনের সভাপতি জয়নুল আবেদিনের সভাপতিত্বে ও মহাসচিব কাজী এনায়েত উল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সহ সভাপতি ফকরুল আকম সেলিম, আহমেদ ফিরোজ, রানা তাসলিম উদ্দিন, সুলতান হোসেন, কার্যকরী পরিষদ সদস্য টি এম রেজা, সুব্রত ভট্টাচার্য শুভ, এমদাদুল হক স্বপন, কামাল মিয়া, তাপস বড়ুয়া রিপন, আজহার কবির বাবু, আজহারুল হক ফেরদৌস, নূরুল আমিন ও বাংলাদেশ কো–অর্ডিনেটর তানবির সিদ্দিকীসহ ইউরোপের বিভিন্ন দেশের আয়েবা নেতারা।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2