• NEWS PORTAL

  • সোমবার, ০৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ভাষার বৈচিত্র্য সংরক্ষণে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর আহ্বান

মেক্সিকোতে আন্তর্জাতিক আবহে মাতৃভাষা দিবস উদযাপিত

প্রকাশিত: ১১:৩২, ২২ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১১:৪৯, ২২ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
মেক্সিকোতে আন্তর্জাতিক আবহে মাতৃভাষা দিবস উদযাপিত

ছবি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ অনুষ্ঠানে বক্তৃতা করেন মেক্সিকোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস, মেক্সিকো। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়। রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী মেক্সিকো সিটিতে নির্মিত শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এতে বাংলাদেশি প্রবাসীদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

মেক্সিকোর ন‍্যাপেন্তলা শহরে স্থাপিত শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত। সেখানে পৌঁছলে ন‍্যাপেন্তলা পৌরমেয়র আলবারো রোজারিও এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মহাপরিচালক হুগোলয়েজা রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে স্বাগত জানান।

এদিকে, দিবসটি উপলক্ষে সকালে বাংলাদেশ দূতাবাস এবং আইবারো আমেরিকান বিশ্ববিদ্যালয়ের (Universidad Iberoamericana) যৌথ উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বিদেশি কূটনীতিক, বাংলাদেশি প্রবাসী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী স্বাগত বক্তব্যে বলেন, ‘ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি জাতির পরিচয়, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিচ্ছবি।’ তিনি ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করে বলেন, ‘বাংলাদেশই একমাত্র দেশ যেখানে মাতৃভাষার জন্য মানুষ প্রাণ দিয়েছে। ভাষা আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং স্বাধীনতার ভিত্তি।’

বিশ্বের বিভিন্ন প্রান্তে ভাষার দ্রুত বিলুপ্তির হার নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুশফিকুল ফজল আনসারী বলেন, ভাষার মৃত্যু মানে ইতিহাসের মৃত্যু। এসময় তিনি ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণ ও আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার দৃঢ় আহ্বান জানান।

আইবারো আমেরিকান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. অ্যারিবেল কনটেরাসের সঞ্চালনায় অনুষ্ঠানে মেক্সিকোতে নিযুক্ত আইভরি কোস্টের রাষ্ট্রদূত লি ডিজেরো রবার্ট, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত বেরিল রোজ সিসুলু ও মালয়েশিয়ার রাষ্ট্রদূত জামাল শরিফ উদ্দিন জোহান নিজ নিজ দেশের অভিজ্ঞতা বিনিময় করেন এবং বিশ্বব্যাপী ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

সাবেক মেক্সিকান সিনেটর ও প্রেসিডেন্ট পদপ্রার্থী সাচিত গালভেজ রুইজ, আইবারো আমেরিকান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জুয়ান ম্যানুয়েল গঞ্জালেজ ও মেক্সিকান পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ফ্রান্সিসকো মস্কেদা ব্ৰিটো অনুষ্ঠানে বক্তব্য দেন। অনুষ্ঠানের শুরুতেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে মেক্সিকোতে কর্মরত ফিলিপাইনের রাষ্ট্রদূত, ভারত, দক্ষিণ আফ্রিকা, প্যালেস্টাইনসহ বিভিন্ন দেশের কূটনীতিক, মেক্সিকো সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং বাংলাদেশি কমিউনিটির লোকজন অংশ নেন। সবার উপস্থিতিতে প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয় এ দিনের আয়োজন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2