• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিদেশের মাটিতে বাঙালিয়ানার ঝলক: প্যারিসে নববর্ষ উদযাপন

ইয়াছির আরাফাত খোকন, প্যারিস

প্রকাশিত: ২২:৩৬, ১৫ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
বিদেশের মাটিতে বাঙালিয়ানার ঝলক: প্যারিসে নববর্ষ উদযাপন

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে নববর্ষ। দিনব্যাপী উৎসবে বৈশাখী আমেজে মেতে ওঠেন প্রবাসী বাঙালিরা।

মেরি দো ক্লিসি ও জনভিলিয়ে এলাকার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় বৈশাখী মেলা, পান্তা-ইলিশ পরিবেশনা এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশু-কিশোরদের অংশগ্রহণে পরিবেশিত নৃত্য, সংগীত ও কবিতা আবৃত্তি ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।

উৎসবমুখর পরিবেশে শতাধিক প্রবাসী পরিবার অংশ নেয় এ আয়োজনে। আয়োজক সংগঠনের মধ্যে ছিল স্বরলিপি শিল্পী গোষ্ঠী ফ্রান্স, প্যারিস ঢাকা ক্লাবসহ একাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

আয়োজকদের একজন বলেন, ‘বিদেশের মাটিতে বাংলা সংস্কৃতি টিকিয়ে রাখাই আমাদের প্রধান লক্ষ্য। বৈশাখী মেলার মাধ্যমে আমরা প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই।’

অনুষ্ঠানে অংশগ্রহণকারী এক প্রবাসী জানান, ‘এমন আয়োজন দেখে মনে হচ্ছে যেন দেশের মাটিতেই নববর্ষ উদযাপন করছি। এই মিলনমেলায় সবাই মিলেমিশে এক অনন্য বাঙালিয়ানার বন্ধনে আবদ্ধ হয়েছেন।’

নববর্ষ উপলক্ষে প্রবাসের দেশীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যেও ছিল ভিন্নধর্মী আয়োজন।

‘বিডি ফার্নিচার’ এর স্বত্বাধিকারী মিয়া মাসুদ বলেন, ‘নববর্ষ উপলক্ষে আমাদের সব পণ্যে বিশেষ ছাড় দেওয়া হয়েছে, যাতে প্রবাসেও উৎসবের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার জন্য এই উদ্যোগ এই ধারাবাহিকতা যাতে সবাই করে এটাই প্রত্যাশা।

আয়োজকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন অনুষ্ঠিত হবে এবং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাঙালি সংস্কৃতি আরও গভীরভাবে ছড়িয়ে পড়বে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2