সিডনিতে ফজর গ্রুপের আয়োজনে শায়খ আহমাদুল্লাহর মাহফিল

অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হলো শায়খ আহমাদুল্লাহর দুটি ধারাবাহিক মাহফিল। এতে উপস্থিত ছিলেন হাজারো ধর্মপ্রাণ মুসলমান। প্রবাস জীবনের ব্যস্ততা ও বিচ্ছিন্নতার মাঝেও যখন প্রিয় মাতৃভাষা, সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধকে ঘিরে মানুষ একত্রিত হয়, তখন তা হয়ে ওঠে শুধু একটি অনুষ্ঠান নয়—বরং হৃদয়ের মিলনমেলা।
শুধু বক্তৃতা শোনা বা জ্ঞানার্জনই নয়, বরং এই মাহফিলগুলো রূপ নিয়েছিল আত্মশুদ্ধি, চিন্তার জাগরণ ও সামাজিক বন্ধনের এক অনন্য সমাবেশে। অংশগ্রহণকারীরা জানিয়েছেন, প্রবাস জীবনে এমন আয়োজন তাদের অন্তরে শান্তি, অনুপ্রেরণা ও নতুন করে ঈমানি চেতনা জাগিয়ে তুলেছে।
ফজর গ্রুপের পক্ষ থেকে জানানো হয়—ভাই-বোনদের আন্তরিক উপস্থিতি ও সহযোগিতার কারণেই এ আয়োজন সার্থক হয়েছে। এজন্য সকলকে জাযাকাল্লাহু খাইর জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এছাড়াও, নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক ও সহযোগী সংগঠনগুলোর নিরলস পরিশ্রম ছিল সাফল্যের নেপথ্যে অন্যতম চালিকাশক্তি। আয়োজকরা বলেন, “অনেকেই নীরবে, অক্লান্তভাবে কাজ করেছেন—তাদের এই আন্তরিক প্রচেষ্টা আল্লাহর কাছে কবুল হোক, আমীন।”
ফজর গ্রুপ আশাবাদ ব্যক্ত করে যে, এই ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও প্রবাসী মুসলিম সমাজের কল্যাণে এমন অর্থবহ ও অনুপ্রেরণামূলক আয়োজন অনুষ্ঠিত হবে, যা প্রজন্ম থেকে প্রজন্মে বিশ্বাস, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার আলো ছড়িয়ে দেবে।
এসআই
মন্তব্য করুন: