• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

সাজা শেষে বাংলাদেশিসহ ৬০ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

প্রকাশিত: ২০:১০, ৩০ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
সাজা শেষে বাংলাদেশিসহ ৬০ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

সাজার মেয়াদ শেষ হওয়ার পর আটক ৬০ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ এবং টার্মিনাল-২ ব্যবহার করে এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

ফেরত পাঠানো এই ৬০ জনের মধ্যে ৫৬ জন পুরুষ এবং ৪ জন নারী। তারা সবাই কেদাহ এর বেলানতিক ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। প্রত্যাবাসিতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়া, পাকিস্তান, নেপাল, লাওস, স্পেন, হংকং ও ভিয়েতনামের নাগরিক রয়েছেন।

এই অভিবাসীরা মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ (আইন ১৫৫) এর ধারা ১৫(১)(সি) এবং ৬(১)(সি) এবং ইমিগ্রেশন রুলস ১৯৬৩ এর অধীনে বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তাদের অপরাধগুলোর মধ্যে বৈধ পাসপোর্ট বা পারমিট ছাড়া দেশে প্রবেশ করা এবং নির্ধারিত সময়ের চেয়ে বেশি দিন অবস্থান করছিলেন। নিজ নিজ শাস্তি ভোগ করার পরই তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়।

এই প্রত্যাবাসন কার্যক্রমের নেতৃত্ব দেন টিপিপিআই নূর ইশাক বিন হামজাহ। তাকে সহায়তা করেন অন্যান্য পদের আরও আট জন কর্মকর্তা। কেদাহ অভিবাসন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের অবৈধ অভিবাসী প্রত্যাবাসন কার্যক্রম তাদের চলমান নজরদারি ও প্রয়োগমূলক কার্যক্রমের একটি অংশ।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2