• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

নাগরিক সংবর্ধনা পেলেন আমেরিকান প্রবাসী জেড আই রাসেল

প্রকাশিত: ১১:৪৬, ২৭ মার্চ ২০২২

ফন্ট সাইজ
নাগরিক সংবর্ধনা পেলেন আমেরিকান প্রবাসী জেড আই রাসেল

যুক্তরাষ্ট্রের মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সহ সভাপতি জেড আই রাসেলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৬ মার্চ) ঢাকার বনানীর একটি রেস্তোরাঁয় এই নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে ঢাকা ১৭ আসনের গুলশান, বনানী ভাষানটেকের জনসাধারণ অংশ নেন। এসময় ফুলের মালা দিয়ে জেড আই রাসেলকে বরণ করে নেন।

এসময় রাসেল সবার সঙ্গে হাত মিলিয়ে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নে কাজ করার ইচ্ছা জানিয়ে বলেন, ছাত্র অবস্থায় ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন তিনি। এরশাদ সরকারের আমলে হামলা-মামলার শিকার হয়েছেন। একপর্যায়ে বাধ্য হয়েই আমেরিকায় পারি দেন।

আমেরিকায় মেট্রো ওয়াসিংটনে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছেন জানিয়ে এই প্রবাসী বলেন, নানা দিবসকে কেন্দ্র করে ওয়াসিংটন ডিসিতে বঙ্গবন্ধু এবং বাংলাদেশের নানান ইতিবাচক কাজ করেছেন। আমি ঢাকার সন্তান। তাই দীর্ঘ সময় পর দেশে ফিরেছি। এখন জনগণের সেবা করতে চাই।   জন্য আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক সহযোগিতা দরকার। আশা করি তিনি আমাকে আগামী নির্বাচনে ঢাকা ১৭ আসনে দলের মনোনয়ন দিবেন।

 

মন্তব্য করুন: