দক্ষিণ আফ্রিকা বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার

দক্ষিণ আফ্রিকার নর্থওয়েস্ট প্রদেশের প্রসেস্ট্রম শরের ইকাগেং নামক এলাকায় শাহ আলম (৪২) নামে এক বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত শাহ আলম মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের বাইনখারা গ্রামের আবুল শেখের ছেলে। বাংলাদেশে তার ২বোন ৪ ভাই রয়েছে। প্রায় ৭ বছর যাবৎ শাহ আলম দক্ষিণ আফ্রিকায় বাস করছিলেন। তিনি সেখানে একটি দোকান পরিচালনা করতেন।
শনিবার (১৪ জানুয়ারি) সকালে প্রতিদিনের মতো শাহ আলম দোকান খোলেননি দেখে আশেপাশের ক্রেতারা অন্য বাংলাদেশিদের জানায়। তখন কয়েকজন বাংলাদেশি ব্যাবসায়ী পুলিশকে খবর দেয়। পুলিশ দোকানের দরজা কেটে ভিতরে প্রবেশ করলে দেখতে পান শাহ আলমের ঝুলন্ত লাশ। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
স্থানীয় বাংলাদেশি ব্যবসায়ী নুরু মিয়া জানান, তিনি এই দোকানের চার ভাগের এক ভাগের অংশীদার ছিলেন। নিজে একা এই ব্যাবসা প্রতিষ্ঠানে পরিচালনা করতেন। রাতে একাই দোকানের ভিতরের রুমে ঘুমাতেন।
তার দোকানের অংশ বিক্রি এবং স্থানীয় বাংলাদেশিদের কাছ থেকে কিছু টাকা জোগাড় করে তার মরদেহ দেশে পাঠানো হবে বলে জানান নিহতের শ্যালক সেলিম উদ্দিন।
বিভি/এনএ
মন্তব্য করুন: