• NEWS PORTAL

  • বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

গণভোটে ‘না’ ভোটের পক্ষে আখতার হোসেনের নামে ফেসবুকে ভুয়া ব্যানার প্রচার

প্রকাশিত: ১১:০২, ১৯ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৪:৪৩, ১৯ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
গণভোটে ‘না’ ভোটের পক্ষে আখতার হোসেনের নামে ফেসবুকে ভুয়া ব্যানার প্রচার

বাংলাদেশে একটি সাংবিধানিক গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরই প্রেক্ষিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টার প্রচার করা হয়েছে যেখানে লেখা রয়েছে, ‘গণভোটের পক্ষে না ভোট দিন’। 

ফ্যাক্টচেক-
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টি গণভোটে না ভোট দেওয়া নিয়ে এই পোস্টারটি প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, আখতার হোসেনের ছবি সংবলিত গণভোটে হ্যাঁ ভোট দেওয়া সংক্রান্ত একটি পোস্টারকে সম্পাদনা করে উক্ত ভুয়া ছবিটি প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে জাতীয় নাগরিক পার্টি এবং আখতার হোসেন এর ফেসবুক পেজে পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির পক্ষে কোন পোস্টার অথবা ব্যানার খুঁজে পাওয়া যায়নি।

তবে, জাতীয় নাগরিক পার্টির ফেসবুক পেজে গত ৯ জানুয়ারিতে ‘গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দিন’ তথ্য সম্বলিত একটি ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যায়।

উক্ত ব্যানারটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ব্যানারের সাথে উক্ত ব্যানারটির ডিজাইন ও ছবির মিল রয়েছে। জাতীয় নাগরিক পার্টির মুল ব্যানারটিতে ‘গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দিন’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ব্যানারে এর পরিবর্তে ‘গণভোটের পক্ষে না ভোট দিন’ বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনার মাধ্যমে আলোচিত ব্যানারটি তৈরি করা হয়েছে। সুতরাং, ‘গণভোটের পক্ষে না ভোট দিন’ শিরোনামে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনকে জড়িয়ে প্রচারিত ব্যানারটি সম্পাদিত।

সূত্র: রিউমর স্ক্যানার বাংলাদেশ   

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত