• NEWS PORTAL

  • বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

বিএনপির অফার বিষয়ে চরমোনাই পীরের অবস্থান নিয়ে ভুয়া ফটোকার্ড প্রচার

প্রকাশিত: ১৪:২২, ২১ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৪:২২, ২১ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
বিএনপির অফার বিষয়ে চরমোনাই পীরের অবস্থান নিয়ে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, ‘বিএনপির কোনো অফারেই কান দিচ্ছে না চরমোনাই পীর। মনযোগ একবাক্সের নীতিতে।’ শিরোনামে আমার দেশের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। তবে, উক্ত ফটোকার্ডটি ভুয়া বলে জানিয়েছে রিউমর স্ক্যানার।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, “বিএনপির কোনো অফারেই কান দিচ্ছেনা চরমোনাই পীর” এমন বক্তব্য বা শিরোনামে দৈনিক আমার দেশ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ফটোকার্ড ডিজাইন নকল করে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে আমার দেশের লোগো এবং এটি প্রকাশের তারিখ ১৫ জানুয়ারি, ২০২৬ উল্লেখ রয়েছে।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে আমার দেশের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, আমার দেশের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির প্রচলিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্ট ডিজাইনের অমিল পরিলক্ষিত হয়।

অর্থাৎ, আমার দেশের ফটোকার্ড ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এছাড়া, অন্যান্য গণমাধ্যমেও আলোচিত দাবির স্বপক্ষে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

উল্লেখ্য, ১৪ জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশের এক সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চরমোনাই পীর ঘোষিত “ইসলামপন্থার একবক্স নীতি” বহাল রাখা নিয়ে আলোচনা শুরু হয়। তবে, উক্ত সংবাদ সম্মেলনে বিএনপির কোনো প্রস্তাব প্রত্যাখ্যান বা দলটির সঙ্গে সম্পর্কিত কোনো নির্দিষ্ট মন্তব্য করা হয়নি।

সুতরাং, “বিএনপির কোনো অফারেই কান দিচ্ছেনা চরমোনাই পীর। মনযোগ একবাক্সের নীতিতে।” শিরোনামে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত