হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলা হওয়ার দাবিটি সঠিক নয়
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য পদপ্রার্থী ‘হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলা’ হয়েছে শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
ফ্যাক্টচেক-
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সশস্ত্র হামলার শিকার হননি। প্রকৃতপক্ষে, চট্টগ্রামের চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত হাসনাত আবদুল্লাহ নামক ভিন্ন এক ব্যক্তির ওপর সশস্ত্র হামলার ঘটনাকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে জাতীয় দৈনিক ইত্তেফাকের ফেসবুক পেজে শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ০১টা ১৪ মিনিটে ‘জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলা’ শিরোনামে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে চট্টগ্রামের চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত বীর হাসনাত আব্দুল্লাহ এর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এছাড়া, একই ঘটনায় মাঈনউদ্দীন নামে আরও এক যুবক আহত হন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তাছাড়া, আলোচিত এই হামলার ঘটনায় দেশীয় একাধিক (১, ২, ৩) সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনগুলো পর্যবেক্ষণে একই তথ্যের উল্লেখ পাওয়া যায়।
পরবর্তীতে, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর বিষয়ে অনুসন্ধানে জানা যায়, দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, সে বিষয়ে জানতে শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচন কমিশনে যান তিনি। আপিল শুনানির এক পর্যায়ে ফেনী-৩ আসনের বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু ও কুমিল্লা-৪ আসনের এনসিপির প্রার্থী আবুল হাসনাত আব্দুল্লাহর মধ্যে হট্টগোলের ঘটনা ঘটে। তবে, এ ঘটনায় হাতাহাতি কিংবা কোনো হামলার ঘটনা ঘটেনি।
অর্থাৎ, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এর ওপর সম্প্রতি সশস্ত্র হামলা হয়নি, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।
সুতরাং, চট্টগ্রামের চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত হাসনাত আব্দুল্লাহ নামক এক ব্যক্তির ওপর সশস্ত্র হামলার ঘটনাকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সশস্ত্র হামলার শিকার দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
সূত্র: রিউমর স্ক্যানার বাংলাদেশ
বিভি/এসজি



মন্তব্য করুন: