• NEWS PORTAL

  • বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

জামায়াতের হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দীকে জড়িয়ে ডা. শফিকুর রহমানের নামে ভুয়া মন্তব্য প্রচার

প্রকাশিত: ১৫:৩০, ১৯ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৫:৩০, ১৯ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
জামায়াতের হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দীকে জড়িয়ে ডা. শফিকুর রহমানের নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি, বাংলাদেশ জামায়াত ইসলামীর খুলনা-১ আসনের আলোচিত হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দী জান্নাতের প্রথম হিন্দু ব্যক্তি হবেন বলে দলটির আমীর ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন দাবিতে দৈনিক আমার দেশ পত্রিকার ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।  

ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান ও কৃষ্ণ নন্দীকে জড়িয়ে দৈনিক আমার দেশ এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। এছাড়াও ডা. শফিকুর রহমানও আলোচিত মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ডিজাইনের আদলে ভুয়া ফটোকার্ড তৈরি করে ডা. শফিকুর রহমানের নামে ভুয়া মন্তব্যটি প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে দৈনিক আমার দেশ এর লোগো দেখতে পাওয়া যায়। পাশাপাশি ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ০৮ ডিসেম্বর, ২০২৫ উল্লেখ পাওয়া যায়। 

প্রাপ্ত তথ্যগুলোর সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে গত ৮ ডিসেম্বর কিংবা সাম্প্রতিক সময়ে এমন কোনো ফটোকার্ড প্রচারিত হতে দেখা যায়নি। এছাড়াও সংবাদমাধ্যমটির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও উল্লিখিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

পাশাপাশি অন্য কোনো গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্রে ও বিশ্বস্ত সূত্রের বরাতেও বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আলোচিত মন্তব্যটি করার বিষয়ে দাবি সমর্থিত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।

পরবর্তীতে ফটোকার্ডটি বিশ্লেষণ করে দেখা যায়, সংবাদমাধ্যমটির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামের ফন্টের কিছুটা পার্থক্য রয়েছে। পাশাপাশি লক্ষ্য করা যায়, আমার দেশের ফটোকার্ডের নিচের অংশে ‘বিস্তারিত কমেন্টে’ শীর্ষক একটি লেখা থাকে যেটি আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটিতে অনুপস্থিত। এ থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, উক্ত ফটোকার্ডটি আমার দেশের ফটোকার্ড ডিজাইন নকল করে তৈরি করা হয়েছে। 

সুতরাং, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ও দলটির আলোচিত হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দীকে জড়িয়ে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

সূত্র: রিউমর স্ক্যানার  

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত