নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে বিএনপির দুই নেতার বক্তব্য কাটছাঁট করে অপপ্রচার
নির্বাচনকালীন সময়ের বক্তব্য দাবিতে বিএনপির দুই নেতাকে উদ্ধৃত করে পৃথক দুইটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও দুইটিতে থাকা বক্তব্যগুলো সংশ্লিষ্ট নেতাদের নিজস্ব বক্তব্য দাবি করে প্রচার করা হচ্ছে।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বিএনপি নেতা মিয়া মোহাম্মদ ইদ্রিসকে উদ্ধৃত করে ছড়ানো এক ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘রোজা, নামাজ, হজ, যাকাত কিছু লাগবে না। ধানের শীষে ভোট দিলেই বেহেশতে যেতে পারবেন।’
অন্যদিকে, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলকে উদ্ধৃত করে প্রচারিত আরেকটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে নামাজ পড়তে পারবে এবং ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিতরা প্রয়োজনে মতো এসে বায়তুল মোকাররমে পূজা দিতে পারবে।’
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘ধানের শীষে ভোট দিলেই বেহেশতে যাওয়া যাবে’ এবং ‘ঢাকেশ্বরী মন্দিরে নামাজ পড়া ও বায়তুল মোকাররমে পূজা দেওয়া’ সংক্রান্ত বক্তব্য দুইটি সংশ্লিষ্ট বিএনপি নেতাদের নিজস্ব অভিমত নয়। প্রকৃতপক্ষে, ভিন্ন একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ডের সমালোচনার প্রেক্ষাপটে তারা এসব কথা উদাহরণ বা উদ্ধৃতি হিসেবে উল্লেখ করেন। তবে বক্তব্যের আগের ও পরের অংশ কাটছাঁট করে নির্দিষ্ট কয়েক সেকেন্ডের অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।
সূত্র: রিউমর স্ক্যানার বাংলাদেশ
বিভি/পিএইচ



মন্তব্য করুন: