ইরানের বিক্ষোভ নিয়ে হাসনাত আবদুল্লাহর নামে ভুয়া স্ক্রিনশট প্রচার
গত ২৮ ডিসেম্বর ইরানে দেশটির ভয়াবহ অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে অস্থিরতার শুরু হয়। যা পরবর্তীতে দেশটির চলমান শাসন ব্যবস্থার অবসানের দাবিতে সহিংস আন্দোলনে রূপ নেয়। সরকারবিরোধী এই আন্দোলন প্রতিহত করতে দেশটিতে ইন্টারনেট সংযোগ বন্ধের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা ব্যাপক হত্যাযজ্ঞ চালায় দেশটির সরকার। এর প্রেক্ষিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে ‘তেহরান বিশ্ববিদ্যালয়ে গণহত্যা চলছে। প্রিয় তেহরানবাসী, সবাই রাজপথে নেমে আসুন।’ শীর্ষক পোস্ট করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত পোস্টের একটি স্ক্রিনশট প্রচার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ইরানের সাম্প্রতিক বিক্ষোভ নিয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট করার দাবিটি সঠিক নয়। এছাড়াও উক্ত দাবিতে স্ক্রিনশটটিও আসল নয়। প্রকৃতপক্ষে, প্রযুক্তির সহায়তায় ভুয়া স্ক্রিনশট তৈরি করে তার নামে এই পোস্টটি প্রচার করা হচ্ছে।
এই বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, অন্তত গত ১০ জানুয়ারি থেকে স্ক্রিনশটটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। কিন্তু সেসময় তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টটি ডিসেবল ছিল বলে জানা যায়। তখন অনুসন্ধানে তার ফেসবুক পেজ পর্যালোচনা করে তাতে এমন কোনো পোস্টের সন্ধান পাওয়া যায়নি।
তবে, পরবর্তীতে তার ফেসবুক অ্যাকাউন্টটি সক্রিয় হলেও সেখানে এমন কোনো পোস্টের অস্তিত্ব পাওয়া যায়নি।
উক্ত দাবির ক্ষেত্রে সামাজিক মাধ্যমে শুধুমাত্র একটি স্ক্রিনশটই প্রচার হতে দেখা যাচ্ছে। স্ক্রিনশট অনুযায়ী, পোস্টটি প্রকাশের মাত্র ১০ মিনিটের মধ্যে তা ধারণ করা হয়েছে। যদি হাসনাত আবদুল্লাহ সত্যিই এমন কোনো পোস্ট করে পরে তা মুছে ফেলতেন, তাহলে বিভিন্ন সময়ের একাধিক স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া স্বাভাবিক ছিল। কিন্তু এই ক্ষেত্রে শুধুমাত্র একটি স্ক্রিনশটই দেখা যাচ্ছে।
পরবর্তীতে আলোচিত দাবিটির বিষয়ে হাসনাত আবদুল্লাহর সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, আলোচিত স্ক্রিনশটটি যে সময় থেকে প্রচার করা হয়েছে সেসময় তার ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল ছিল। তার তিনি পেজেও এমন কোনো পোস্ট করেননি। তার পোস্টের স্ক্রিনশট দাবিতে প্রচারিত স্ক্রিনশটটি সম্পূর্ণ ভুয়া।
সুতরাং, ইরানের সাম্প্রতিক বিক্ষোভ ইস্যুতে হাসনাত আবদুল্লাহের পোস্টের স্ক্রিনশট দাবিতে প্রচারিত ফেসবুক পোস্টের স্ক্রিনশটটি ভুয়া ও বানোয়াট।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: