• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

নিজের বিষয়ে তাসনিম জারার পোস্টকে ডা. শফিককে প্রধানমন্ত্রী চেয়ে পোস্ট দাবিতে প্রচার

প্রকাশিত: ০০:৩১, ২৯ জানুয়ারি ২০২৬

আপডেট: ০০:৩৬, ২৯ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
নিজের বিষয়ে তাসনিম জারার পোস্টকে ডা. শফিককে প্রধানমন্ত্রী চেয়ে পোস্ট দাবিতে প্রচার

ছবি: সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাসনিম জারার পোস্ট দাবিতে একটি পোস্টের ছবি প্রচার করা হয়েছে যেখানে দেখা যায় তাসনিম জারা লিখেছেন, ‘আপনারা অনেক নেতা দেখেছেন, অনেক প্রতিশ্রুতি শুনেছেন। এবার একজন ডাক্তারকে। সুযোগ দিন, যে ডাক্তার জানে রোগ কোথায় আর ওষুধ কোনটা, যে ডাক্তার কথা রাখে, যে ডাক্তার বিপদে পাশে এসে দাঁড়ায়। এমন একজন শিক্ষিত সন্তানকে সুযোগ দিন, যে আপনাদের মাথা নত হতে দেবে না’। উক্ত পোস্টের ছবি প্রচার করে দাবি করা হয়েছে, ‘ডাক্তার শফিককে প্রধানমন্ত্রী চেয়ে তাসনিম জারার পোস্ট’। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত পোস্টটি জামায়াত আমীর ডা. শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী চেয়ে তাসনিম জারা করেননি৷ প্রকৃতপক্ষে, নিজের নির্বাচনী ইশতেহারে তাসনিম জারা তার নিজের সম্পর্কে আলোচিত লেখাটি ফেসবুক পোস্টে লিখেছেন।

এ বিষয়ে অনুসন্ধানে তাসনিম জারার ফেসবুক পেজে গত ২৪ জানুয়ারিতে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। পোস্টটিতে তিনি তার নির্বাচনী ইশতেহার উল্লেখ করেন। পোস্টটির শেষাংশে তিনি লিখেন, ‘আমার এলাকাবাসী, আপনাদেরকে একটা কথা বিশেষভাবে বলতে চাই। আমি কোনো পেশাদার রাজনীতিবিদ নই। জুলাই গণঅভ্যুত্থানের পর স্বচ্ছভাবে রাজনীতি করার ও দেশ গড়ার একটা সুযোগ এসেছে তাই রাজনীতিতে এসেছি। আমার এই ইশতেহার কোনো গতানুগতিক ‘ফাঁকা বুলি’ নয়। এটি আপনাদের সাথে আমার চুক্তি। আমি যা লিখেছি, তা কীভাবে বাস্তবায়ন করব, সেই পরিকল্পনা করেই মাঠে নেমেছি। আপনারা অনেক নেতা দেখেছেন, অনেক প্রতিশ্রুতি শুনেছেন। এবার একজন ডাক্তারকে সুযোগ দিন, যে ডাক্তার জানে রোগ কোথায় আর ওষুধ কোনটা, যে ডাক্তার কথা রাখে, যে ডাক্তার বিপদে পাশে এসে দাঁড়ায়। এমন একজন শিক্ষিত সন্তানকে সুযোগ দিন, যে আপনাদের মাথা নত হতে দেবে না। ঢাকা ৯ এর ভাগ্য বদলাতে, গ্যাস-পানির অধিকার আদায় করতে এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে, আসন্ন নির্বাচনে ‘ফুটবল’ মার্কায় ভোট দিন।’

এ থেকে স্পষ্ট যে আলোচিত লেখায় ডাক্তার বলতে ডা. তাসনিম জারা জামায়াত আমীর ডা. শফিকুর রহমান নয় বরং, তিনি নিজের কথা বুঝিয়েছেন। এছাড়া, পুরো লেখায় জামায়াত আমীরকে প্রধানমন্ত্রী হিসেবে তাসনিম জারা দেখতে চান এরূপ কোনো কথা উল্লেখ করেননি।

প্রসঙ্গত, জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার বিষয়টি চূড়ান্ত হওয়ার পর গত ২৭ ডিসেম্বর এনসিপি থেকে পদত্যাগ করেন তাসনিম জারা। পরে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।…এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ থেকে অংশগ্রহণ করবো।’

সুতরাং, নিজের নির্বাচনী ইশতেহারে তাসনিম জারার নিজের সম্পর্কে লেখা পোস্টকে জামায়াত আমীরকে প্রধানমন্ত্রী চেয়ে তাসনিম জারা পোস্ট করেছেন দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

বিভি/এআই

মন্তব্য করুন: