‘রাজাকার দল থেকে বিএনপি শিক্ষিত’ এমন কোনো মন্তব্য জাইমা রহমান করেননি
ছবি: সংগৃহীত
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) –এর চেয়ারম্যান তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমানের ছবি সংযুক্ত একটি ফটোকার্ড প্রচার করে দাবি করা হয়, জাইমা রহমান বলছেন, ‘রাজাকারের দল থেকে তারেক রহমানের বিএনপি শিক্ষিত।’
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘রাজাকারের দল থেকে তারেক রহমানের বিএনপি শিক্ষিত।’ এমন কোনো মন্তব্য জাইমা রহমান করেননি। প্রকৃতপক্ষে, জাইমা রহমানকে জড়িয়ে কোনো তথ্য প্রমাণ ছাড়াই এই ভুয়া মন্তব্য প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে, আলোচিত দাবিগুলোর পক্ষে মূলধারার কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। তিনি এমন মন্তব্য করলে তা গণমাধ্যমে প্রকাশ হতো। এছাড়া, জাইমা রহমানের সাম্প্রতিক কোনো বক্তব্য বা সাক্ষাৎকারেও আলোচিত মন্তব্যগুলো করার কোনো প্রমাণ মেলেনি।
এ বিষয়ে আরও অনুসন্ধানে দেখা যায়, Lalmaiya TV নামের একটি সার্কাজমধর্মী ফেসবুক পেজ থেকে দাবিটির সূত্রপাত হয়। পেজটি থেকে গত ২২ জানুয়ারি একটি ফটোকার্ড আকারে পোস্টটি প্রকাশ করা হয়। উক্ত ফটোকার্ডের নিচে বিজ্ঞাপন হিসেবে ‘আব্বাস সু রোনালদোর প্রথম পছন্দ’ লেখা রয়েছে, যা সাধারণত ব্যঙ্গাত্মক কনটেন্টে ব্যবহৃত হয়।
পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এর বায়োতে উল্লেখ রয়েছে, ‘এ পেজটি শুধু বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, দয়া করে কোনো পোস্ট সিরিয়াসলি নিবেন না।’ পাশাপাশি পেজটির অ্যাবাউট সেকশনে একে Satire/Parody হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া উক্ত পেজে এর আগেও এ ধরনের একাধিক তথ্যপ্রমাণহীন ও সার্কাজমধর্মী পোস্ট প্রকাশ করা হয়েছে।
সুতরাং, জাইমা রহমান ‘রাজাকার দল থেকে তারেক রহমানের বিএনপি শিক্ষিত’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
বিভি/এআই



মন্তব্য করুন: