• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

‘ধর্ষণ থেকে পরকীয়া অধিক উত্তম’ শীর্ষক মন্তব্যটি করেননি জামায়াতের নায়েবে আমীর

প্রকাশিত: ১২:৩২, ২৯ জানুয়ারি ২০২৬

আপডেট: ১২:৩২, ২৯ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
‘ধর্ষণ থেকে পরকীয়া অধিক উত্তম’ শীর্ষক মন্তব্যটি করেননি জামায়াতের নায়েবে আমীর

সম্প্রতি অনলাইনে প্রচার করা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘ধর্ষণ থেকে পরকীয়া অধিক উত্তম, কারণ এতে গুনাহ কম হয়!’ 

ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জামায়াত নেত ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ‘ধর্ষণ থেকে পরকীয়া অধিক উত্তম, কারণ এতে গুনাহ কম হয়’ শীর্ষক মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই সার্কাজম পেজ থেকে সূত্রপাত হওয়া আলোচিত ভুয়া এই মন্তব্যটি সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের নামে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি।

আলোচিত দাবিতে প্রচারিত প্রথম দিককার পোস্টগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, মূলধারার গণমাধ্যম ইনডিপেনডেন্ট টিভির লোগোর আদলে তৈরি প্যারোডি পেজ ‘ইন্ডিপেগনেন্ট’ ও জনকণ্ঠের লোগোর আদলে তৈরি প্যারোডি পেজ ‘মবকণ্ঠ’ থেকে এটির সম্ভাব্য সূত্রপাত হয়েছে। 

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও মূলধারার গণমাধ্যমগুলোতে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে ডা. তাহের এরূপ কোনো মন্তব্য করে থাকলে তা গণমাধ্যম সূত্রে পাওয়া যেত।

সুতরাং, ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ‘ধর্ষণ থেকে পরকীয়া অধিক উত্তম, কারণ এতে গুনাহ কম হয়’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা। 

সূত্র: রিউমর স্ক্যানার  

বিভি/এসজি

মন্তব্য করুন: