তারেক রহমানের ছেড়া জুতা পরার দাবিটি ভুয়া
সম্প্রতি, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার ব্যবহৃত পুরোনো ও ছেড়া জুতা পরা একটি অনুষ্ঠানে বক্তব্য প্রদান করছেন দাবিতে ইলেকট্রনিক গণমাধ্যম বৈশাখী টেলিভিশনের ফেসবুক পেজে একটি ভিডিও প্রচার করা হয়। প্রচারিত ভিডিওটিতে আরও দাবি করা হয়, তারেক রহমান কথিত ওই এক জুতা পড়েই লন্ডন থেকে বাংলাদেশে আসেন। যা তিনি এখনও ব্যবহার করে যাচ্ছে। ভিডিওটিতে তারেক রহমানকে আন্তর্জাতিক সু ব্র্যান্ড নাইকির একটি জুতা পরিহিত অবস্থায় দেখতে পাওয়া যায়। যার নিচের সোলের কিছুটা অংশ কালো দেখালেও মাঝের দিকে কিছুটা অংশ অস্বাভাবিকভাবে সাদা রঙের দেখতে পাওয়া যায়।
তবে উক্ত দাবিতে বৈশাখী টেলিভিশন ভিডিওটি প্রচার করলেও পরবর্তীতে সেটি সরিয়ে নেয়।
একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিমও ভিডিওটি তার অ্যাকাউন্টে শেয়ার করেন। তবে পরবর্তীতে তিনিও ভিডিওটি তার প্রোফাইল থেকে মুছে দেন।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, তারেক রহমানের পরিহিত আলোচিত জুতাটি আসলে ছেড়া নয়। প্রকৃতপক্ষে, জুতাটি নাইকি ব্র্যান্ডের Men’s Road Running Shoes সিরিজের Nike Revolution 7 মডেলের জুতা। যার নিচের সোলের ডিজাইনটিই এমন। আউটার সোলের মাঝের লোগোর অংশটুকু ব্যতীত পুরোটাই কালো রঙের।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে আন্তর্জাতিক সু ব্র্যান্ড নাইকির ওয়েবসাইট পর্যালোচনার মাধ্যমে একই জুতার সন্ধান পাওয়া যায়। আলোচিত জুতাটির বিস্তারিত পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি নাইকি ব্র্যান্ডের Men’s Road Running Shoes সিরিজের Nike Revolution 7 মডেলের জুতা।
জুতাটি পুরোনো কিংবা ছেড়া নয়, মূলত জুতাটির আউটার সোলের ডিজাইনই অমন। মাঝের লোগোর অংশটুকু ব্যতীত পুরোটাই কালো রঙের। জুতাটির বর্তমান বাজার মূল্য প্রায় ১০ হাজারের মত বলেও দেখা যায়।
সুতরাং, তারেক রহমান ছেড়া জুতা পরিহিত অবস্থায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
সূত্র: রিউমর স্ক্যানার
বিভি/এসজি



মন্তব্য করুন: