তারেক রহমানের অস্বাভাবিক ভঙ্গিতে নামাজ আদায়ের ভিডিওটি ভুয়া
সম্প্রতি, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অস্বাভাবিকভাবে নামাজ আদায় করছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নামাজ আদায়ের একটি ভিডিও প্রচার করা হয়েছে। প্রচারিত ভিডিওটিতে দেখা যায়, তারেক রহমান রুকুতে গিয়ে হাতগুলো হাঁটুতে না রেখে আরও নিচে রাখছেন। পাশাপাশি সিজদায়ও কিছুটা অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, তারেক রহমানের অস্বাভাবিক ভঙ্গিতে নামাজ আদায়ের ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, তার নামাজ আদায়ের একটি ভিডিওকে এআই প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে অনলাইন গণমাধ্যম বায়ান্ন টিভির ফেসবুক পেজে তারেক রহমানের একই স্থানে একই পোশাকে নামাজ আদায়ের একটি ভিডিওর সন্ধান পাওয়া যায়। ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওটিতে তারেক রহমানকে অস্বাভাবিক ভঙ্গিতে নামাজ আদায় করতে দেখা গেলেও উক্ত ভিডিওতে তাকে স্বাভাবিকভাবেই নামাজ আদায় করতে দেখা যায়। ভিডিওটিতে তাকে রুকু এবং সিজদা উভয় সময়ই স্বাভাবিক অবস্থায় দেখতে পাওয়া যায়।
পরবর্তীতে অনুসন্ধানে একই স্থানে তার নামাজ আদায়ের বর্ধিত একটি ভিডিও ক্লিপ পাওয়া যায়। সেখানেও তাকে স্বাভাবিকভাবে নামাজ আদায় করতে দেখা যায়। পাশাপাশি জানা যায়, ভিডিওটিতে তাকে সিলেটে অবস্থিত হযরত শাহজালাল (র.) মাজারে নামাজ আদায় করতে দেখা যাচ্ছে।
মূলধারার গণমাধ্যম কালের কণ্ঠের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২১ জানুয়ারি তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন নেতৃবৃন্দ হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করেন।
প্রাপ্ত তথ্যগুলোর ভিত্তিতে নিশ্চিত হওয়া যাচ্ছে, তারেক রহমানের অস্বাভাবিক ভঙ্গিতে নামাজ আদায়ের ভিডিওটি আসল নয়। তাই ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় নির্মিত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Detect এ ভিডিওটি পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৫.৫ শতাংশ।
সুতরাং, তারেক রহমানের অস্বাভাবিক ভঙ্গিতে নামাজ আদায়ের দাবিতে প্রচারিত ভিডিওটি এআই প্রযুক্তির সহায়তায় সম্পাদিত।
সূত্র: রিউমর স্ক্যানার
বিভি/এসজি



মন্তব্য করুন: