সেনাসদস্যের ভোটবর্জনের ভিডিওটি এআই নির্মিত
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়, যেখানে একজন সেনাসদস্যকে বলতে শোনা যায়, ‘স্লোগান একটাই, ভোটকেন্দ্রে যাব না, ভোট দেবো না।’
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিওটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে বিশ্বস্ত কোনো সূত্র বা গণমাধ্যমে উক্ত দাবির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া, প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে একাধিক অসঙ্গতি লক্ষ্য করা যায়। ভিডিওর শুরুতেই একজন সেনাসদস্যকে স্লোগান দিতে দেখা যায় এবং তার পেছনে সারিবদ্ধভাবে একাধিক সেনাসদস্য দাঁড়িয়ে আছেন। সেনাসদস্যদের এই অবস্থান ও আচরণ বাস্তব সামরিক পরিবেশের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। ভিডিওটি রিভার্স ইমেজ সার্চ করে এর সঙ্গে মিল রয়েছে এমন কোনো প্রামাণ্য ছবি বা ভিডিওর অস্তিত্ব পাওয়া যায়নি। ভিডিওতে স্লোগান দেওয়া সেনাসদস্যের পোশাকের নেমপ্লেটে ‘শরিড’ নামটি দেখা গেলেও পরবর্তী দৃশ্যে একই নামের সেনাসদস্য হিসেবে দেখানো ব্যক্তির চেহারায় পার্থক্য লক্ষ্য করা যায়। সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি কনটেন্টে প্রায়ই চরিত্রের চেহারা দৃশ্যভেদে পরিবর্তিত হয়ে যায়।
পরবর্তী সময়ে ভিডিওটি এআই কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনে বিশ্লেষণ করা হলে, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ বলে ফলাফল আসে।
এছাড়া আরও নিশ্চিত হওয়ার জন্য রিউমর স্ক্যানার টিম আলোচিত ভিডিওটির এআই উৎস যাচাই করতে গুগলের বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি ‘SynthID’ ব্যবহার করে। গুগলের এই প্রযুক্তির মাধ্যমে এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও বা অডিওতে অদৃশ্য ডিজিটাল জলছাপ যুক্ত করা হয়, যা খালি চোখে দৃশ্যমান না হলেও গুগলের নির্দিষ্ট টুল ব্যবহার করে শনাক্ত করা সম্ভব। SynthID-এর মাধ্যমে ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি গুগলের এআই প্রযুক্তির সহায়তায় তৈরি কনটেন্ট।
সুতরাং, সেনাসদস্য স্লোগান দিচ্ছেন, ‘ভোটকেন্দ্রে যাব না, ভোট দেবো না’ এমন ভিডিওটি এআই নির্মিত।
সূত্র: রিউমর স্ক্যানার
বিভি/এসজি



মন্তব্য করুন: