নাসীরুদ্দীন পাটওয়ারীর সংবাদ সম্মেলনে সকলের মাথায় ব্যান্ডেজ পরা ছবিটি ভুয়া
গত ২৭ জানুয়ারি রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ ওঠে। ঘটনার পর এনসিপির পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই সংবাদ সম্মেলনের একটি ছবি ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, নাসীরুদ্দীন পাটওয়ারীর সমর্থকেরা আহত হওয়ার ভান করে ব্যান্ডেজ পরে সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন। প্রচারিত ছবিতে একজন সমর্থককে ক্যাপের ওপর ব্যান্ডেজ পরা অবস্থায় দেখা যায়। একই সঙ্গে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নাসীরুদ্দীন পাটওয়ারীর মাথায়ও ব্যান্ডেজ দেখা যায়।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নাসীরুদ্দীন পাটওয়ারীর সংবাদ সম্মেলনে সকলে ব্যান্ডেজ পরা অবস্থায় প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, মূল ছবিতে মাত্র দুজন কর্মীর মাথায় ব্যান্ডেজ ছিল। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় মূল ছবিটি সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে মূল ছবিটি পাওয়া যায়। অভিনেত্রী ও অনলাইন অ্যাক্টিভিস্ট নীলা ইস্রাফিল গত ২৭ জানুয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর সংবাদ সম্মেলনের ছবি সংযুক্ত করে একটি পোস্ট করেন। প্রচারিত ছবিটির সঙ্গে ওই মূল ছবির অধিকাংশ উপাদানের মিল থাকলেও, মূল ছবিতে মাত্র দুজনের মাথা ও হাতে এবং একজনের শুধু হাতে ব্যান্ডেজ দেখা যায়।
অর্থাৎ, সংবাদ সম্মেলনের উক্ত ছবিকে সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে আরও অনুসন্ধানে জাগো নিউজের ২৭ জানুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে নাসীরুদ্দীন পাটওয়ারীর উক্ত সংবাদ সম্মেলনের ছবি পাওয়া যায়। উক্ত ছবিতেও দুজনের মাথায় ব্যান্ডেজ পরিহিত ছিল। এছাড়া একাধিক গণমাধ্যম এ সংবাদ সম্মেলনের ছবিসহ প্রতিবেদন প্রকাশ করে।
সুতরাং, নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হওয়া হামলার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে সকলের মাথায় ব্যান্ডেজ পরা এই ছবিটি সম্পাদিত।
সূত্র: রিউমর স্ক্যানার
বিভি/এসজি



মন্তব্য করুন: