মির্জা আব্বাসের সামনে চাঁদাবাজ স্লোগান দাবিতে প্রচারিত ভিডিওর অডিওটি ভুয়া
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে যেখানে বেশ কয়েকজন মানুষকে স্লোগান হিসেবে বলতে শোনা যায়, ‘আব্বাস, চাঁদাবাজ,’ ‘মির্জা আব্বাস, চাঁদাবাজ।’
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওর অডিওটি আসল নয় বরং সম্পাদিত। মূল অডিওতে ‘ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের’ শীর্ষক স্লোগান এবং বিল্ডিং নিয়ে কথোপকথনের পরিবর্তে ‘আব্বাস, চাঁদাবাজ,’ ‘মির্জা আব্বাস, চাঁদাবাজ’ শীর্ষক স্লোগান সংবলিত ভিন্ন অডিও যুক্ত করে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানে ‘দৈনিক দেশকথা The Daily Deshkotha’ নামের একটি ফেসবুক পেজে গত ২৬ জানুয়ারি একটি ভিডিও প্রচার হতে দেখা যায়। ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির তুলনা করলে প্রদর্শিত দৃশ্যের মিল পাওয়া যায়। তবে অডিওতে বৈসাদৃশ্য পাওয়া যায়।
আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে ‘ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের’ শীর্ষক স্লোগান এবং বিল্ডিংয়ের বেহাল অবস্থা নিয়ে কথা বলার অডিও থাকলেও উপরোল্লিখিত ফেসবুক ভিডিওতে ‘মির্জা আব্বাস, চাঁদাবাজ’ শীর্ষক স্লোগান শোনা যায়।
পরবর্তীতে ‘মির্জা আব্বাস, চাঁদাবাজ’ শীর্ষক স্লোগানের আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি ও অডিও বিশ্লেষণ করলে তাতে কিছু অসংগতি লক্ষ্য করা যায়। যেমন: মির্জা আব্বাসকে একটি স্কুলের ফটক দিয়ে বের হতে দেখা যায় এবং স্কুলের অবস্থা দেখে কিছুটা রাগান্বিত হন তিনি। পাশ থেকে সাদা শার্ট পড়া একজনকে সেলফি তুলতে দেখা যায়। যা বিব্রতকর স্লোগানের সাথে পাশের মানুষের প্রতিক্রিয়ায় অসামঞ্জস্যতা লক্ষ্য করা যায়। পাশাপাশি, স্লোগানের শব্দের তীব্রতার সাথেও ভিডিওর তারতম্য দেখা যায়। এছাড়াও, আশেপাশে স্লোগানরত মানুষ দেখা না গেলেও অডিও অনুযায়ী স্লোগানের শব্দ কম হওয়ার কথা কিন্তু ভিডিওতে স্লোগানের উচ্চ শব্দ শোনা যাচ্ছে।
উপরোল্লিখিত তথ্যপ্রমাণ বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত ভিডিওটির আসল অডিও ‘মির্জা আব্বাস, চাঁদাবাজ’ শীর্ষক স্লোগানের নয় বরং ‘নির্বাচনী প্রচারণায় গিয়ে একটি স্কুলের অবস্থা দেখে রাগান্বিত হওয়ার ভিডিও।
সুতরাং, ‘মির্জা আব্বাস, চাঁদাবাজ’ শীর্ষক স্লোগান দিয়েছে দাবিতে প্রচারিত ভিডিওর অডিওটি সম্পাদিত।
সূত্র: রিউমর স্ক্যানার
বিভি/এসজি



মন্তব্য করুন: