• NEWS PORTAL

  • সোমবার, ০৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বিভিন্ন কোম্পানি নামের পাশে ® চিহ্ন ও TM লেখার কারণ কী?

প্রকাশিত: ২০:১৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ২০:২৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
বিভিন্ন কোম্পানি নামের পাশে ® চিহ্ন ও TM লেখার কারণ কী?

বাজারে কেনাকাটা করতে গেলে আমরা খেয়াল করি অনেক ব্রান্ডের নামের পাশে ছোট করে TM লেখা এবং ® চিহ্ন থাকে। এই TM লেখা ও ® চিহ্নটা নিয়ে অনেকে কৌতুহল থাকে। আসুন আজ জেনে নিই TM লেখা এবং ® চিহ্ন দ্বারা কী বোঝায়।

TM লেখাটির পূর্ণরূপ হলো Trademark (ট্রেডমার্ক)। কোনো ব্রান্ডের নামের পাশে ছোট করে TM লেখা থাকলে বুঝতে হবে নামটি তাদের ব্রান্ডের প্রতীক। আবার ® লেখাটির মানে হলো Registered Trademark (রেজিস্টারড ট্রেডমার্ক)। কোনো ব্রান্ডের নামের পাশে ছোট করে ® লিখা থাকলে বুঝতে হবে তাদের ব্রান্ডের প্রতীকটি রেজিষ্ট্রেশনভুক্ত। 

ফলে অন্য কোনো ব্রান্ড এই প্রতীকটি ব্যবহার করতে পারবে না। অন্য কোনো ব্রান্ড প্রতীকটি ব্যবহার করলে সেই ব্রান্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে।

আরও পড়ুন: 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2