• NEWS PORTAL

  • শনিবার, ১৬ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আজ ‘বেস্ট ফেন্ড ডে’, কিভাবে শুরু হয়েছিল দিনটি?

প্রকাশিত: ১৬:৩২, ৮ জুন ২০২৩

ফন্ট সাইজ
আজ ‘বেস্ট ফেন্ড ডে’, কিভাবে শুরু হয়েছিল দিনটি?

আজ ‘বেস্ট ফেন্ড ডে। ছবি- bhiu.edu.vn

একটাই কথা আছে বাংলাতে
মুখ আর বুক বলে একসাথে
সে হল বন্ধু, বন্ধু আমার
বন্ধু আমার, বন্ধু আমার।
একটাই কথা আছে বাংলাতে
মুখ আর বুক বলে একসাথে
সে হল বন্ধু, বন্ধু আমার
বন্ধু আমার।

বাপ্পী লাহিড়ী ও মোহাম্মদ আজিজের এই গানের সুরেই পাওয়া যায় বন্ধুত্বের আবেদন। বন্ধুত্ব হলো বিশাল এক আকাশ, আর সেই আকাশে থাকে সুখ-দুঃখ, ব্যথা-বেদনা, মান-অভিমান। এই গানটি গুনগুনিয়ে ওঠার আজ আদর্শ দিন। কারণ আজ ৮ জুন ন্যাশনাল বেস্ট ফ্রেন্ডস ডে।

বন্ধুত্ব… হাজার কঠিন সময়, জটিল পরিস্থিতিতেও এই একটা শব্দই আপনার ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তোলার জন্য যথেষ্ট। বন্ধু কথাটা মনে পড়লেই চোখের সামনে ভিড় করে কত শত স্মৃতি। আক্ষরিক অর্থে একজন ‘বেস্ট ফ্রেন্ড’- ই বোধহয় সত্যিকারের প্রাণের মানুষ। নির্দ্বিধায় যাকে মনের সব কথা উজাড় করে বলা যায়, ভাগ করে নেওয়া যায় সুখের মুহূর্ত, দুঃখের সময় যার ভরসার হাত ধরা যায়… সেই তো আসল বন্ধু। আর আজ সেই বিশেষ বন্ধুদের দিন।

প্রতি বছরই উদযাপন করা হয় এই বিশেষ দিন। অনেকেই হয়তো ‘ফ্রেন্ডশিপ ডে’- র সঙ্গে পরিচিত। কিন্তু ‘ন্যাশনাল বেস্ট ফ্রেন্ডস ডে’- র কথা হয়তো অনেকেরই অজানা। তাই যারা নতুন করে এই দিনের কথা জেনেছেন, চট করে নিজের ‘প্রিয় বন্ধু’- র সঙ্গে একবার যোগাযোগ করে ফেলুন। মেসেজ নয়, ফোন করুন। মন খুলে কথা বলুন। স্মৃতি রোমন্থন করে প্রাণ খুলে হেসে নিন। দেখবেন এই মহামারী পরিস্থিতিতেও মন একদম হাল্কা, ফুরফুরে লাগবে।

এই বিশেষ দিনের পিছনে রয়েছে কোন ইতিহাস?

বিশ্বের সব দেশের ক্ষেত্রে কীভাবে এই দিনের সূচনা হয়েছিল তা জানা নেই। তবে আমেরিকায় ১৯৩৬ সালে ‘ন্যাশনাল বেস্ট ফ্রেন্ডস ডে’ পালন শুরু হয়েছিল। তবে আমেরিকা ছাড়াও বিশ্বের অন্যান্য দেশেও উদযাপন হয় বন্ধুত্বের এই বিশেষ দিন। তরুণ প্রজন্মের মধ্যে ‘ন্যাশনাল বেস্ট ফ্রেন্ডস ডে’ নিয়ে উন্মাদনা অনেক বেশি।

‘প্রিয় বন্ধু’- র জন্য বিশেষ দিন পালনের গুরুত্ব

প্রবাদে বলে সুসময় নয়, বরং দুর্দিনে যে পাশে ঢাল হয়ে দাঁড়ায়, সেই প্রকৃত বন্ধু। তাই আপনার জীবনের কঠিন সময়ে যিনি সবসময় আপনাকে সমর্থন করে পাশে ছিলেন, তার জন্যই আজকের দিনটা পালন করুন। হয়তো রোজ সেই বন্ধুর সঙ্গে আপনার যোগাযোগ হয় না। কিন্তু আজকের দিনে নাহয় সময় বের করে একটু যোগাযোগ করলেন। 

সাধারণত এই বিশেষ দিনে প্রিয় বন্ধুর জন্য তার পছন্দের উপহার কিনে, পছন্দের খাবার বানিয়ে, কেক দিয়ে চলে সেলিব্রেশন। তবে এবার করোনার কারণে সব উদাযাপনেরই অন্যতম মাধ্যম হয়ে গিয়েছে ভার্চুয়াল মাধ্যম। তাতে মোটেও অসুবিধা নেই। সশরীরে দেখা না হলেও সোশ্যাল মিডিয়া তো রয়েইছে। এখন আবার এসেছে অনেক ভার্চুয়াল মাধ্যম। পছন্দের মাধ্যম বেছে নিয়ে আপনার ‘পার্টনার ইন ক্রাইম’ প্রিয় বন্ধুর সঙ্গে জমিয়ে আড্ডা দিন। সূত্র- টিভিনাইন

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2