• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু, নতুন ভর্তি ৯৪২

প্রকাশিত: ১৮:৫৪, ২০ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু, নতুন ভর্তি ৯৪২

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজন প্রাণ হারিয়েছেন। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪২ জন। সোমবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে রাজশাহী বিভাগে দুইজন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট দুইজনের মৃত্যু হয়েছে।  এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২০৩ জন ছাড়াও বরিশাল বিভাগে ১৩৯ জন, চট্টগ্রাম বিভাগে ১১৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯৯, রাজশাহী বিভাগে ৬৩, খুলনা বিভাগে ৫৫, ময়মনসিংহ বিভাগে ৩৩, রংপুর বিভাগে ২৩ ও সিলেট বিভাগে ২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

উল্লেখ্য, এ বছরের শুরু থেকে সোমবার পর্যন্ত (১ জানুয়ারি-২০ অক্টোবর) ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৪৯ জন প্রাণ হারিয়েছেন। এরমধ্যে সবচেয়ে বেশি ১২৩ জন মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2