যে সব উদ্ধারকারী রোবট জনপ্রিয় হয়ে উঠছে

ধরুন, এমন কোন স্থানে দূর্ঘটনা ঘটলো যেখানে স্বশরীরে মানুষের পক্ষে উদ্ধার কার্যে অংশগ্রহন করা সম্ভব নয়। তেমন জায়গায় উদ্ধার কার্য চালাতে উদ্ধারকারী রোবটের বিকল্প নেই।
সম্প্রতি এই রোবটগুলি জনপ্রিয় হয়ে উঠছে। এমনই কিছু উদ্ধারকাজে মানুষকে সহায়তা করতে সক্ষম বেশ কয়েকটি উদ্ধারকারী রোবটের দেখা মিলেছে ‘জাপান মোবিলিটি শো’তে। গত ২৫ অক্টোবর জাপানের টোকিওতে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ৫ নভেম্বর পর্যন্ত।
এমন কিছু উদ্ধারকারী রোবট সম্পর্কে যানা যাক:
উদ্ধার করা ব্যক্তিদের নিয়ে স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট গন্তব্যে যেতে পারে স্ট্রেচারের আদলে তৈরি রোবটটি। অ্যাট্র্যাক্ল্যাবের তৈরি রোবটটিতে স্ট্রেচার থাকায় কারও সাহায্য ছাড়াই আহত বা অসুস্থ ব্যক্তিদের শুইয়ে নিরাপদ স্থানে নেওয়া যায়।
ধ্বংসস্তূপের ভেতরে থাকা ভারী বস্তু সহজেই তুলে সরিয়ে ফেলতে পারে এই রোবট স্যুট। ‘রোবট রাইড’–এর তৈরি রোবট স্যুটটি পরে যেকোনো ব্যক্তি চাইলেই রোবট বাহু ব্যবহার করে ভারী বস্তু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারেন।
বিপজ্জনক স্থানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে পারে রোবটটি
বিশাল এই রোবট ব্যবহার করে সহজেই বিপজ্জনক স্থানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা যায়। প্রায় ১৫ ফুট লম্বা রোবটটির ওজন সাড়ে তিন টন।
বিভি/ এসআই
মন্তব্য করুন: