• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এখনও ৪০০ জিবিপিএস ব্যান্ডউইথ ডাউন, বেশি ভোগান্তিতে ঢাকা, চট্টগ্রাম (ভিডিও)

শুভ ইসলাম

প্রকাশিত: ১৪:৫৭, ২৫ নভেম্বর ২০২৩

আপডেট: ১৫:০০, ২৫ নভেম্বর ২০২৩

ফন্ট সাইজ

শুক্রবার ( ২৪ নভেম্বর) বিকাল থেকেই ইন্টারনেটের ধীরগতিতে ভোগান্তিতে সাধারণ জনগন। ১৯ টি প্রতিষ্ঠান থেকে প্রায় ৩৮০ কোটি টাকা বেশি টাকা বকেয়া থাকায় ৫০০০ জিবিপিএস ব্যান্ড উইথ ডাউন করে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি।

এসব প্রতিষ্ঠানের মধ্য: 

আমারা টেকনো লি.
পেরেক্স নেটওয়ার্ক
ফাইবার এট হোম গ্লোবাল 
আর্থ কমিউনিকেশন
উইনস্ট্রিম কমি
ম্যাক্স হাব
আই টেল লি.
বিডিহাব লি.
এডিএন ইন্টারন্যাশনাল গেটওয়ে অ্যা্নড টেলিকম লি. উল্লেখ্যযোগ্য। 

ইতোমধ্যে একটি আইআইজি বকেয়া পরিশোধ করায় ১০০ জিবিপিএস ব্যান্ড উইথ আপ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহম্মদ । 

তবে এই ধরনের বড় পদক্ষেপ নেওয়ার আগে প্রতিষ্ঠানকে জানানো হয়নি বলে অভিযোগ আইআইজিএবি সদস্য সচিব মাহমুদ শাহেদের। আগামী দু’এক দিনের মধ্যেই সমস্যার সমাধান হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। 

দেশে এখন মোট ব্যান্ড উইথের চাহিদা ৫১০০ জিবিপিএস তার মধ্যে বাংলাদেশ সাবমেরিন কেবলস সরবরাহ করে ২৪৮৫ জিবিপিএস।


 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2