• NEWS PORTAL

  • শনিবার, ০৯ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মুখ থুবড়ে পড়েছে রাজশাহী হাইটেক পার্ক

প্রকাশিত: ১২:৩৮, ৫ জুন ২০২৫

ফন্ট সাইজ
মুখ থুবড়ে পড়েছে রাজশাহী হাইটেক পার্ক

তথ্যে-প্রযুক্তি খাতে ১৪ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্য নিয়ে এগিয়ে চলার আগেই মুখ থুবড়ে পড়েছে হাইটেক পার্ক। বিগত সরকার পালিয়ে গেলে লুটপাট ও ভাঙচুর করা হয় প্রকল্পটিতে । ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন বিনিয়োগকারীরা। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, নিরাপত্তা নিশ্চিতসহ ক্ষতিগ্রস্থ অবকাঠামো সংস্কার করা গেলে আবারো ঘুরে দাড়াবে প্রকল্পটি।

আইটি খাতে কাঙ্ক্ষিত বৈদেশিক মুদ্রা অর্জন করতে হলে দক্ষ মানব-সম্পদ সৃষ্টির বিকল্প নেই। আর এই লক্ষ্যে ২০১৭ সালে রাজশাহীতে পদ্মা পাড়ে ৩৪৩ কোটি টাকা ব্যায়ে স্থাপন করা হয় হাইটেক পার্ক। 

প্রকল্পের উদ্দেশ্য ছিলো দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মাধ্যমে তথ্য-প্রযুক্তি খাতে কর্মসংস্থান সৃষ্টি করা । তবে সেই লক্ষ্যে খুব একটা পূরণ হয়নি প্রকল্পটিতে। 

গত ৫ আগষ্টের পট পরিবর্তনকালে জনতার রোষাণল পড়ে শেখ হাসিনার আমলের সাদা হাতি হিসেবে পরিচিত এ প্রকল্প। তবে এতে সাধারণ উদ্যোক্তারা আর্থিক ক্ষতির শিকার হন। তারা আশায় ছিলেন পরিবর্তিত পরিস্থিতিতে সরকারি সহায়তায় ঘুরে দাঁড়াতে পারবেন তারা, কিন্তু নানাভাবে যোগাযোগ করেও সরকারি কোন সহায়তা পাচ্ছেন না তারা।  

হাইটেক পার্ক কর্তৃপক্ষ বলছে, ক্ষতিগ্রস্তদের তালিকা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে দ্রুতই অর্থ সহায়তার আশ্বাস দেন তারা ।  

দেশের অর্থনীতিকে সঠিক ট্রাকে ফেরাতে বড় ভূমিকা রাখতে পারে তথ্য ও প্রযুক্তি খাত, তাই এ ব্যাপারে সংশ্লিষ্টদের নজর দেওয়ার দাবি জানিয়েছেন উদ্যোক্তারা।

 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2