• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

কমান্ডেই কাজ করবে ব্রাউজার! শিগগিরই লঞ্চ 

প্রকাশিত: ১৬:২৯, ৩০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৬:৫৬, ৩০ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
কমান্ডেই কাজ করবে ব্রাউজার! শিগগিরই লঞ্চ 

ভারতে কি শেষ হতে চলেছে গুগল ক্রোমের দাপট ? সেই জল্পনা উস্কে দিলেন পারপ্লেক্সিটির সিইও (perplexity) অরবিন্দ শ্রীনিবাস। সম্প্রতি তিনি জানিয়েছেন, তাঁদের পারপ্লেক্সিটি কমেট ব্রাউজারটি (perplexity comet) খুব তাড়াতাড়ি ভারতে রিলিজ করা হবে। গত কয়েক মাস ধরে কমেট কাজ করছে। 

পারপ্লেক্সিটি কমেট ব্রাউজার এজেন্টিক এআইকে সমর্থন করে। এই ব্রাউজার কমান্ডের করার অপশন রয়েছে। আপনার কমান্ডের উপর ভিত্তি করে তা স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে। উদাহরণস্বরূপ, এই ব্রাউজারে কমান্ড দিয়ে টিকিট বুক করতে পারেন। স্বয়ংক্রিয়ভাবে ট্যাবগুলি সক্রিয় হতে পারবে। অর্থাৎ আপনাকে টাইপ করতে হবে না। কেবলমাত্র ওয়েবসাইটগুলিকে নির্দেশ দিতে হবে। তাহলেই তা কার্যকর হয়ে যাবে। 

যদিও পারপ্লেক্সিটি কমেট এখন সবাই ব্যবহার করতে পারেন না।  অর্থাৎ সবার এতে অ্যাক্সেস নেই। ভারতে উইন্ডোজ, ম্যাক এবং ল্যাপটপে তা ব্যবহার করা যাবে। তবে, অ্যান্ড্রয়েড এবং আইফোনে কমেট ব্রাউজারটি পেতে গেলে অপেক্ষা করতে হবে। তারপরই মোবাইলে ডাউনলোড করা যাবে। 

Perplexity সিইও অরবিন্দ শ্রীনিবাস LinkedIn পোস্টে Comet ব্রাউজার নিয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন। জানিয়েছেন, ভারতের সমস্ত Perplexity Pro ব্যবহারকারীদের জন্য চালু করা হচ্ছে। এর অর্থ হল বিনামূল্যে Perplexity ব্যবহারকারীরা Comet ব্রাউজারটি পাবেন না। এই কোম্পানি প্রথমে আমেরিকায় Perplexity AI এর মাধ্যমে Comet ব্রাউজারটি লঞ্চ করেছিল। প্রাথমিকভাবে তা ব্যাপক প্রশংসা কুড়োয়। তবে পরে যদিও অনেক ইউজার অনেক অভিযোগও করেছিলেন। 

পারপ্লেক্সিটির সিইও এর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, 'ব্যবহারকারীদের আরও ভালো করে বুঝতে তারা কমেট ব্যবহার করে অ্যাপের বাইরে থেকেও ডেটা নেবে।' এ বিষয়ে যদিও পরে শ্রীনিবাস পরবর্তীতে এক্সে করা এক পোস্টে বলেন, 'মন্তব্যটি প্রসঙ্গের বাইরে নেওয়া হয়েছে। বিজ্ঞাপনের ক্ষেত্রে প্রত্যেক ব্যবহারকারীই পার্সোনালাইজ না করার সুযোগ পাবেন।'

টেকনোলজি বিশেষজ্ঞরা মনে করছেন, কমেট ভারতে কাজ করা শুরু করলে গুগল ও ওপেন এআইয়ের মত একই ফিচারগুলোর সঙ্গে ভালো প্রতিযোগিতা দেবে। 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2