• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

আসছে ২৪ হাজার টাকার আইফোন 

প্রকাশিত: ১৬:২১, ৫ মার্চ ২০২২

ফন্ট সাইজ
আসছে ২৪ হাজার টাকার আইফোন 

আপনি যদি আইফোন লাভার হন, কিংবা কমদামে আইফোন কিনতে চান তাহলে ক্যালেন্ডারে ৮ মার্চকে চিহ্নিত করে রাখতে পারেন। কারণ, অ্যাপল এই দিন ‘আইফোন এসই’র দেখা পাবেন ফোন লাভাররা।  

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট বলছে, অ্যাপল একই দিনে আপগ্রেডেড আইপ্যাডস, আইম্যাকসের আপগ্রেডেড ভার্সন, নতুন ফোন ও আইপ্যাড এয়ার আনার ঘোষণা দিতে পারে অ্যাপল। 

আইফোন এসই ’র ডিসপ্লে হবে ৪.৭ ইঞ্চির রেটিনা ডিসপ্লে, চিপসেট হিসেবে আইফোন এসই ২০২২ মডেলে অ্যাপলের নিজস্ব এ১৫ বায়োনিক চিপসেট থাকার কথা রয়েছে। সফটওয়্যারের দিক থেকে সেটি আইওএস ১৫ অপারেটিং সিস্টেমে চলবে। এতে দেওয়া হতে পারে ৫জি কানেক্টিভিটিও।

আর্ন্তজাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, আইফোন এসই’র দাম আগের মডেলের থেকে প্রায় ৮ হাজার টাকা কমতে পারে। নতুন মডেলের এই ফোনের কেবল ফোনের বেস ভ্যরিয়েন্টের দাম হতে পারে ২৪ হাজার টাকা। ভেরিয়েন্ট, দক্ষতা এবং স্টোরেজের মডেলের ক্ষেত্রে দামের পার্থক্য হতে পারে। 

 

বিভি/এসআই/রিসি 

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2