• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

সার্ভার ডাউন সংক্রান্ত সমস্যার সমাধান: ক্লাউডফ্লার

প্রকাশিত: ১৪:২৭, ২১ জুন ২০২২

ফন্ট সাইজ
সার্ভার ডাউন সংক্রান্ত সমস্যার সমাধান: ক্লাউডফ্লার

৫০০ ইন্টারনার সার্ভার এরর সমস্যার কারনে বিদ্যমান সমস্যা সমাধান করা হয়েছে বলে জানিয়েছে ক্লাউডফ্লার। মঙ্গলবার (২১ জুন) দুপুর ২.১৫ মিনিটে প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে এই তথ্য জানায়। 

এর আগে মঙ্গলবার (২১ জুন) সকাল থেকে বিভিন্ন ওয়েব সাইটে প্রবেশে সমস্যা দেখা দেয়। ওয়েবসাইটে প্রবেশ করতে গেলে ৫০০ গেটওয়ে সার্ভার এরর দেখায়। এতে ভোগান্তিতে পড়েন অনেকেই। 

বেসরকারি প্রতিষ্ঠান আরটিভি অনলাইনসহ বেশকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং অনলাইন পোর্টালে প্রবেশে এই সমস্যা দেখা দেয়। 
তথ্য প্রযুক্তিবিদ আরিফ মঈনুদ্দীন বাংলাভিশনকে বলেন, ইন্টারনাল সার্ভার এররের কারনে এরকম বার্তা প্রদর্শন করে। 
তিনি বলেন, সার্ভার ক্লাউড ফ্লার আউটেজ এর কারনে অনেক ওয়েবসাইট ডাউন হয়েছে। এপিআই অফলাইনে থাকার কারনে বাংলাদেশ থাইল্যান্ড, ভারত রুটে সার্ভার রিরুট করা হচ্ছে। ফলে এখনও অনেক ওয়েবসাইট ডাউন হয়ে আছে। 

সার্ভার ডাউনের বিষয়ে ক্লাউডফ্লার তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ২১ জুন আনুমানিক সকাল ০৬:৩৪ মি. থেকে সমস্যার পড়ে। প্রতিষ্ঠানটি তাদের গ্লোবাল নেটওয়ার্কিং এর মাধ্যমে বর্তমানে সব সিস্টেম অপারেশনাল। 

এর আগে প্রতিষ্ঠানটি অন্য এক পোস্টে আক্রান্ত দেশ এবং তাদের পদক্ষেপ বিষয়ে জানায়। যেখানে রি-রাউটেড এবং অপারেশনাল ছিল। 
 ডাউনডিটেক্টরও তাদের কোন সাইটে ক্লাউটফ্ল্যার এ সার্ভার ডাউনের বিষয় উল্লেখ করেছে। 

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2