৭ সেপ্টেম্বরের ইভেন্টে আইফোন ১৪’র সঙ্গে আরও যা আসছে

৭ সেপ্টেম্বরের অনুষ্ঠানে অ্যাপল তাদের আইফোন ১৪’র পাশাপাশি বিভিন্ন গ্যাজেট উন্মোচন করার কথা রয়েছে। এই লক্ষ্যে অ্যাপেল বিভিন্ন গণমাধ্যমকে ইভেন্টের জন্য আমন্ত্রণপত্র পাঠিয়েছে।
অ্যাপল জানিয়েছে, তাদের এই ফায়ার আউট ইভেন্ট অ্যাপেলের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। ইভেন্টে আইফোন ১৪ সিরিজের পাশাপাশি আইওএস ১৬ ও ওয়াচওএস ৯ প্রকাশের প্রস্তুতিতে রয়েছে অ্যাপল। পাশাপাশি অ্যাপল নতুন আইপ্যাড ও অ্যাপেল ওয়াচও লঞ্চের গুঞ্জুন ও চাউর হয়েছে।
ইভেন্টের এবারের সবচেয়ে বড় আকর্ষন আইফোন ১৪ সিরিজ। আর্ন্তজাতিক একাধিক গণমাধ্যমের বরাতে জানা গেছে, ১৪ সিরিজের সিরিজের আইফোন ১৪ মিনি, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ প্রো ম্যাক্স আসবে।
আইফোন ১৪ সিরিজে এ১৬ বায়োনিক চিপ এবং অপারেটিং সিস্টেম হিসেবে আইওএস১৬ থাকার সম্ভাবনা প্রবল। যদিও এ ব্যাপারে মুখে কুলুপ এঁটে রেখেছে অ্যাপল।
ইভেন্টে ১০.২ ইঞ্চি ডিসপ্লের আইপ্যাড বাজারে আসতে পারে। সঙ্গে ১১.৯ ইঞ্চি ডিসপ্লের আইপ্যাড ও ১১ ইঞ্চি ডিসপ্লের নতুন আইপ্যাড প্রো লঞ্চ হতে পারে।
বিভি/এসআই
মন্তব্য করুন: