• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

কি-বোর্ডের F বাটনের কোনটার কী কাজ?

প্রকাশিত: ১২:৫৪, ৫ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ১২:৫৫, ৫ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
কি-বোর্ডের F বাটনের কোনটার কী কাজ?

কম্পিউটার কাজ করতে মাউস এবং কিবোর্ড সমান গুরুত্ব পালন করে। তবে অনেক সময় দ্রুত কাজ করতে কিবোর্ড ব্যবহার করা হয়। আবার কি-বোর্ডের শটকার্ট জানলে তো সমস্যায় নেই। কি-বোর্ডের উপরের দিকে F1 থেকে F12 পর্যন্ত পরপর কয়েকটি অপশন থাকে। কিন্তু অনেকেরই অজানা যে, ওই কিগুলো কম্পিউটারের সামনে আপনাকে স্মার্ট করে তুলবে।

চলুন জেনে নেই এসব বোতামের কাজ কি: 

F1:  মূলত হেল্প বাটনই বলা যায়। কারন F1 বোতাম চাপলে প্রায় সব প্রোগ্রামেরই হেল্প স্ক্রিন খুলে যায়। কোনো প্রোগ্রাম সর্ম্পকে বিস্তারিত জানতে F1 টিপলেই সংশ্লিষ্ট প্রোগ্রামের বিস্তারিত তথ্য ও প্রশ্নোত্তর সহ একটি স্ক্রিন খুলে যাবে।

F2: ফোল্ডারের রিনেম করতে এই বাটন ব্যবহার করা হয়। F2 মাউসের প্রয়োজনই পড়বে না।

F3 : ধরুন, আপনি কোনো একটি ওয়েবসাইট ভিজিট করছেন। তখন F3 বাটন চাপলে উক্ত ওয়েবসেইটের সার্চ অপশন চলে আসবে। মানে যে কোন অ্যাপ্লিকেশনের (সেই মুহূর্তে যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছেন) সার্চ ফিচার খুলে যাবে। 

F4: উইন্ডো বন্ধ করার জন্য F4 বাটন ব্যবহার করা হয়। Alt+F4 একসাথে চাপলে যে কোন অ্যাক্টিভ উইন্ডো বন্ধ হয়। 

F5: মাউস দিয়ে পেজ রিফ্রেস না করে F5  বোতাম চাপলে সেই কাজ হয়ে যায়। 

F6: F6 বোতাম চাপলে কার্সর ইন্টারনেট ব্রাউজারে অ্যাডড্রেস বার-এ চলে যায়।

F7: এই বোতামটি স্পেলিং ডায়ালগ ওপেন করার বহুল ব্যবহৃত শর্টকাট। কিছু লেখার পর বানান ও ব্যাকরণগত কোনো ভুল থাকলে ধরিয়ে দিতে এই বোতাম ব্যবহার করা হয়। 

F8: উইন্ডোজের বুট মেন্যুতে এই বোতাম ব্যবহার করা হয়। 

F9: ডকুমেন্ট রিফ্রেশ ও মাইক্রোসফট আউটলুকে ইমেল পাঠানো ও রিসিভের কাজ এই বোতামের সাহয্যে করা যায়। 

F10 : মাউসের রাইট ক্লিক এর পরিবর্তে shift+F10 চেপে কাজ সারতে পারেন। 

F11 : যে কোন ব্রাউজারে ফুলস্ক্রিন মোডে ইন-আউটে F11 বোতাম কাজ করে। 

F12 : মাইক্রোসফট ওয়ার্ডে ডকুমেন্ট Save as করতে F12 বোতাম চেপে কাজ সারতে পারেন। 

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2