• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

৪ .৭৩ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে গিনেস বুকে নাম লেখালেন অন্ধ রোবট

প্রকাশিত: ২১:০৪, ২৮ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
৪ .৭৩ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে গিনেস বুকে নাম লেখালেন অন্ধ রোবট

৪ দশমিক ৭৩ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটি (ওএসইউ) তৈরি অন্ধ রোবট ক্যাসি। 

কোম্পানিটি এক বিবৃতিতে জানিয়েছে, চলতি বছর মে মাসে ওএসইউয়ের হোয়াইট ট্র্যাক অ্যান্ড ফিল্ড সেন্টারে এক প্রতিযোগিতায় যান্ত্রিক ক্রীড়াবিদ ক্যাসি দ্রুততম ১০০ মিটার দৌড়ের রেকর্ডটি করেছে। 

জানা গেছে, রোবট ক্যাসির শরীরে কোন ক্যামেরা বা সেন্সর লাগানো ছিল না, এমনটি রোবটটি সম্পূর্ণ অন্ধ। 'রোবটটির হাঁটু আছে এবং তা উটপাখির মতো বাঁকানো যায়। রোবট ক্যাসি ২০২১ সালে মাত্র ৫৩ মিনিটে ৫ কিলোমিটার দৌড়েছিল বলে গুঞ্জন রয়েছে। 

ভারতীয় গণমাধ্যম এনডিটির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব রেকর্ড গড়ার উদ্যোগে নেতৃত্ব দেওয়া স্নাতকের ছাত্র ডেভিন ক্রাউলি বলেছেন, 'আমরা বেশ কয়েক বছর ধরে এই বিশ্ব রেকর্ড অর্জনের জন্য চেষ্টা করে যাচ্ছি। ৫ কিলোমিটার দৌড়ানো রোবটটি সিড়ি বেয়ে ওপরে উঠতে এবং নিচে নামতে পারে। '

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তথ্য অনুসারে, রেকর্ড করার জন্য রোবটটিকে দাঁড়িয়ে থাকা অবস্থা থেকে শুরু করতে হয়েছিল। এবং শেষ সীমানা অতিক্রম করার পর আবার সেই অবস্থায় ফিরে আসতে হয়। শুধুমাত্র ১০০ মিটার দৌড়ানোর জন্য রেকর্ডটি হয়নি। তারা আরো বলেছে, রোবটের চলাচল এবং বাস্তব-বিশ্বের সাথে সক্ষমতা অর্জনে এই রেকর্ড একটি মাইলফলক।


সূত্র : এনডিটিভি।
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2