স্লো ল্যাপটপের গতি বাড়ানোর সহজ উপায়

ল্যাপটপের মাধ্যমে আমাদের অনেক কাজ করা এখন অনেকটাই সহজ হয়েছে। কিন্তু ল্যাপটপ যদি স্লো হয়ে যায়, তাহলে সময় নষ্টের পাশাপাশি তা বিরক্তিও বটে। কিন্তু কিছু উপায় অবলম্বন করে চাইলেই ল্যাপটপের গতি ফাস্ট করা যায়।
ল্যাপটপ আপ-টু-ডেট রাখা:
আপনার ল্যাপটপটি সব সময় আপ-টু-ডেট রাখতে হবে। মানে ল্যাপটপে যেন সব সময় লেটেস্ট ভার্সন থাকে।এতে ল্যাপটপের ভালো পারফরমেন্সের পাশাপামি নানান সুবিধাও পাওয়া যাবে।
অব্যবহৃত প্রোগ্রাম এবং অ্যাপ না রাখা:
ল্যাপটপে ইনস্টল করা কিন্তু ব্যবহার করছেন না, এমন অ্যাপ বা প্রোগ্রাম আনইন্সটল করুন। এতে অনেক স্পেস ফাঁকা হবে।
ল্যাপটপ রিস্টার্ট করা:
ল্যাপটপ রিস্টার্ট করলে Temporary Cache Memory মুছে যায়। ফলে ল্যাপটপ পুনরায় পুর্ণর্জীবিত হয়ে কাজ করে।
অপ্রয়োজনীয় স্টার্ট-আপ ডিজেইবল করা:
কিছু অ্যাপ ল্যাপটপ অন করার সময় অটো খুলে যায়। এসব অ্যাপ ল্যাপটপের গতিতে প্রভাবে ফেলে। মাইক্রোসফট বলছে, এই ধরনের প্রোগ্রাম Disable করে দিলে ল্যাপটপ ভাল পারফর্মমেন্স দিবে। অ্যাপ ডিজেইবল করতে Settings > Apps > Startup সিলেক্ট করতে হবে। এ-বার যে প্রোগ্রাম স্বয়ংক্রিয় ভাবে চালু হয়ে যাচ্ছে, সেটি অফ করে দিতে হবে।
অ্যান্টিভাইরাস:
ল্যাপটপে ভাইরাসের আক্রমনে গতি কমিয়ে দিতে পারে। তাই ভাল মানের একটি অ্যান্টিভাইরাস সেট-আপ দিয়ে স্কেন করে নেওয়া যেতে পারে।
বিভি/এসআই
মন্তব্য করুন: