• NEWS PORTAL

  • শনিবার, ০৪ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এক ভুলে ১০০ বিলিয়ন ডলার খোঁয়ালো গুগল

প্রকাশিত: ১৪:৩৮, ৯ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ১৪:৪১, ৯ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
এক ভুলে ১০০ বিলিয়ন ডলার খোঁয়ালো গুগল

এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্যের পর চ্যাটজিপিটিকে টেক্কা দিতে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল বার্ড নামে নতুন চ্যাটবট এনেছে। কিন্তু গুগলের নতুন এই চ্যাটবট শুরুতেই বড় ধরনের ধাক্কার শিকার হয়েছে। 

বিবিসির খবরে বলা হয়েছে, এই এক ভুলের কারনেই  গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট ১০০ বিলিয়ন ডলার হারিয়েছে। গেছে, গুগলের চ্যাটবট বার্ড-এর প্রচারণা স্বরুপ টুইটারে একটি বিজ্ঞাপন প্রচার করে গুগল। সেই বিজ্ঞাপনে একটি শিশুর জন্য নাসার জেমস ওয়েব টেলিস্কোপের তথ্য চাওয়া হয়। 

জবাবে বার্ড বলে, জেসম ওয়েব হলো প্রথম টেলিস্কোপ যেটি পৃথিবীর সৌরমণ্ডলের বাইরের কোনো গ্রহের ছুবি তুলেছে। অথচ এর আগে, ২০০৪ সালেই ইউরোপিয়ান ভেরি লার্জ টেলিস্কোপ (ইভিএলটি) সৌরমণ্ডলের বাইরের গ্রহের ছবি তুলেছিল।

জ্যোতির্বিজ্ঞানীরা এই ভূলকেই বড় করে তুলে ধরেছেন টুইটারে। ফলে  গুগলের পেরেন্ট কোম্পানি অ্যালফাবেটের শেয়ার দর ৭ শতাংশ কমে যাওয়ায় অ্যালফাবেটের ব্র্যান্ড ভ্যালু ১০০ বিলিয়ন ডলার কমে গেছে।
 

বিভি/ এসআই

মন্তব্য করুন: