• NEWS PORTAL

  • রবিবার, ০৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আসছে আইফোন ১৫! দেখে নিন দাম ও ফিচার 

প্রকাশিত: ১৯:২২, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
আসছে আইফোন ১৫! দেখে নিন দাম ও ফিচার 

চলতি বছরের শেষে বা ২০২৪ এর শুরুতে বাজারে আইফোন-১৫ আসতে পারে।  যদিও অ্যাপলের পক্ষ থেকে এখনো আইফোন ১৫ এর বিষয়ে নির্দিষ্ট তারিখ বা ফিচার ঘোষণা করা হয়নি, এরই মধ্যে আইফোন ১৫’র দাম স্পেসিফিকেশন নেট দুনিয়ায় সয়লাভ। 

ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন ১৫ সিরিজে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট যুক্ত হতে পারে, এছাড়া আইফোন ১৫ আল্ট্রাতে থাকছে ফোনের বেস ভেরিয়েন্টে ২৫৬ জি স্টোরেজ।

এদিকে আইফোন ১৫ আল্ট্রাতে থাকতে পারে ৬ দশমিক ৫ ইঞ্চি ওলেড (অর্গানিক লাইট-এমিটিং ডায়োড) ডিসপ্লে। আর আইফোন ১৫ প্রো মডেলে থাকতে পারে ৬ দশমিক ১ ইঞ্চি ওলেড ডিসপ্লে। তবে এতে যুক্ত থাকতে পারে পাতলা বেজেল। এটি দেখতে অনেকটা অ্যাপেল ওয়াচের মতো বাঁকানো । 

আইফোন ১৫ সিরিজের সম্ভাব্য দাম

আইফোন ১৫ সিরিজের প্রো মডেলের মোবাইলগুলোর দাম ২০০ ডলার বেড়ে ১ হাজার ২৯৯ মার্কিন ডলার হওয়ার সম্ভাবনা রয়েছে, এছাড়া আইফোন ১৫ আল্ট্রা হতে চলছে আইফোন ১৫ সিরিজের সবচেয়ে দামি ফোন।
তবে এ বিষয়ে অ্যাপল কোন মন্তব্য করেনি। 


 

বিভি/ এসআই

মন্তব্য করুন: