• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ব্যাটরিতে কত শতাংশ চার্জ থাকলে স্মার্টফোন চার্জ করবেন!

প্রকাশিত: ১৫:০৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ১৫:২০, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
ব্যাটরিতে কত শতাংশ চার্জ থাকলে স্মার্টফোন চার্জ করবেন!

অনেক সময়ই দেখা যায় নতুন ফোন কিনলেও ব্যাটারীর দফারফা হয়ে যায়। তখন আমরা ভাবি, এই ফোনের ব্যাটারি শক্তিশালী নয় বলেই এমনটা হয়েছে। আসালে কিন্তু তা নয়। ফোন কেনার পর থেকে যদি সেই ফোনের ব্যাটারির সঠিক যত্ন নেওয়া হতো, তাহলে এই অবস্থা হত না। আর ব্যাটারির যত্ন নেওয়া মানেই তাকে অতিরিক্ত উত্তপ্ত না করা। 

এমন অনেকেই আছেন, যাঁদের ঘনঘন ফোন চার্জ করার ব্যাপারটা একপ্রকার অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। ফোনের ব্যাটারির ঘরের একটুখানি শূন্যস্থান হলেই তাঁরা সঙ্গে-সঙ্গে ব্যাটারি চার্জ দিতে শুরু করেন। এই কাজ কিন্তু একবারেই করা উচিত নয়। অনেকেই আছেন, যারা ঠিক করে জানেনই না যে ফোনের ব্যাটারি ১০%, ২০% নাকি ৪৫% কত শতাংশে চার্জ করা উচিত। তাদের জন্য কিছু টিপস।

ফোন যত পুরনো হতে থাকে, ততই পুরনো হতে থাকে তার ব্যাটারি জীবন। কিন্তু অনেকের ক্ষেত্রে নতুন ফোন ব্যবহারের মাস তিন থেকে চারেকের মধ্যেই ব্যাটারি অবস্থা খারাপ হয়ে যায়। তখন আমাদের মনে হয়, ফোনটাই ভুল বাছা হয়েছিল। আসলে কিন্তু তা নয়। আমাদেরই কিছু ভুলের কারণে ফোন দ্রুত ডিসচার্জ হতে শুরু করে। চার্জ হতে বেশি সময় নেয়, চার্জ বেশিক্ষণ ধরেও রাখতে পারে না। তারপর যখন-তখন অতিরিক্ত পরিমাণে চার্জ দেওয়ার পর আমরা সেই ফোন ও তার ব্যাটারিকে মৃত্যুর পথে ঠেলে দিই।

ফোন চার্জিংয়ের বদভ্যাস: 

স্মার্টফোনে কম সময়ের ব্যবধানে খুব দ্রুত-দ্রুত কয়েক বার চার্জ দিয়ে আমরা মস্ত ভুল করি। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, একজন ৩০ মিনিটের জন্য ফোন ব্যবহার করেছেন। তাতে তার ফোনের চার্জ মাত্র ১০% কমেছে। তিনি কী করলেন, না হঠাৎ করে ফোনটা আবার ১৫ মিনিটের জন্য চার্জ দিয়ে ১০০% করে রাখলেন। এই প্রক্রিয়া যদি সারাদিনে একাধিক বার চলতে থাকে, তাহলে সেই ফোনের ব্যাটারির অবস্থা তো খারাপ হবেই।

কত শতাংশে ফোন চার্জ করা উচিত:

সাধারণত, হালফিলের ফোনগুলির ব্যাটারি জীবন ২-৩ বছরের হয়, যেগুলি লিথিয়াম-আয়ন দ্বারা নির্মিত। এই ধরনের ব্যাটারিগুলির একটির চার্জিং সাইকেল থাকে ৩০০ থেকে ৫00। তারপরে ব্যাটারির কার্যক্ষমতা প্রায় ২০% কমে যায়।
এখন প্রশ্ন হল, ফোনের ব্যাটারি কত শতাংশ হলে তা চার্জ করা উচিত? প্লাগ ইন করার আগে আপনার ফোনের ব্যাটারি অন্তত ২০% ডিসচার্জ হতে দিন। অর্থাৎ ২০ শতাংশের কম নামলেই তারপর তা চার্জ করুন। ঘনঘন এবং অপ্রয়োজনীয় চার্জ করলে ব্যাটারির আয়ু কমে যেতে পারে।

১০০% চার্জ কখনই ভাল নয়:

ফোনের ব্যাটারি লাইফ যদি ভাল পেতে চান, তাহলে কখনই ২০ শতাংশের নীচে বা ৮০ শতাংশের উপরে উঠতে দেবেন না। আপনার মনে হতে পারে যে, ফোনটি ১০০% চার্জ হয়ে গেলে তা স্বস্তিদায়ক, আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। তা কিন্তু একদমই ঠিক নয়। ফোনের ব্যাটারির জন্য ১০০% চার্জ কখনই ভাল হতে পারে না। লিথিয়াম-আয়ন ব্যাটারি সম্পূর্ণ রূপে চার্জ হলে তা অতিরিক্ত গরম হয় এবং বিস্ফোরিত হতে পারে।

০% চার্জও ফোনের ব্যাটারির জন্য ভাল নয়:

১০০ শতাংশ চার্জও যখন ফোনের জন্য ভাল নয়, তখন ০% চার্জও একেবারে ভাল নয়। স্মার্টফোনের ক্ষেত্রে সম্পূর্ণরূপে ব্যাটারির নিষ্কাশন এড়িয়ে চলুন। অর্থাৎ, কখনই ব্যাটারি চার্জ করতে ০% পর্যন্ত অপেক্ষা করবেন না।
যতবার আপনি ০% থেকে চার্জ শুরু করবেন, ততবার লিথিয়াম-আয়ন সেলের সাইকেলের সংখ্যা কমতে থাকবে। আর সাইকেলের সংখ্যা যত কমবে, চার্জের পরিমাণও ঠিক ততই কমবে এবং ব্যাটারির আয়ুও দ্রুত শেষ হয়ে যাবে।
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2